ইংলিশ প্রিমিয়ার লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার সিটি আরও একটি পরাজয়ের স্বাদ পেল। প্রথমার্ধে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার জসকো জিভার্ডিওলের গোলে এগিয়ে গিয়েছিল পেপ গার্দিওলার দল। ৮৮তম মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ম্যাচের নাটকীয় সমাপ্তি ছিনিয়ে নেয় ম্যানইউ।
শেষ দিকে নিজেদের বক্সে ম্যানসিটির ম্যাথিউস নুনেজ ফাউল করেন ম্যানইউর আমাদ দিয়ালিওকে। পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ব্রুনো ফার্নান্দেজ। এর দুই মিনিট পর, আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের পাস থেকে কঠিন অ্যাঙ্গেল থেকে গোল করে ম্যানসিটিকে স্তব্ধ করে দেন আমাদ দিয়ালিও।
ফলাফল ২-১ ব্যবধানে জয় ম্যানইউর। এই জয়ে রুবেন আমোরিমের শিষ্যরা টানা তৃতীয় হার এড়াতে সক্ষম হয়।
অন্যদিকে, এই পরাজয়ে ম্যানসিটি ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে গেছে। টানা খারাপ ফর্মে থাকা সিটি শেষ ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে। ম্যানইউ ২২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে অবস্থান করছে।
শেষ মুহূর্তের নাটকীয়তায়, ইত্তিহাদ স্টেডিয়ামে হতাশা ম্যানসিটির, উল্লাস ম্যানইউর।
রাজু