ছবি সংগৃহীত
ভায়েকাসের মাঠ যেন রিয়াল মাদ্রিদের জন্য একটি ‘অপয়া’ ভেন্যু হয়ে দাঁড়িয়েছে। এই মাঠে আগের চার ম্যাচের তিনটিতে পয়েন্ট হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের। শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচেও ব্যতিক্রম হয়নি। রায়ে ভায়েকানোর সঙ্গে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো কার্লো আনচেলত্তির শিষ্যদের।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। ভায়েকানোর হয়ে প্রথম গোলটি আসে মাত্র ৪ মিনিটে। এরপর ৩৬ মিনিটে দ্বিতীয়বার জালের দেখা পায় স্বাগতিকরা। কিন্তু লড়াই থামায়নি রিয়াল।
৩৯ মিনিটে এর্দো গুলেরের পাস থেকে দুর্দান্ত এক দূরপাল্লার শটে গোল করেন ফেদেরিকো ভালভার্দে। প্রথমার্ধের শেষ দিকে রদ্রিগোর ক্রস থেকে জুড বেলিংহামের দুর্দান্ত হেড রিয়ালকে ম্যাচে ফেরায়।
দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক রিয়াল মাদ্রিদ ৫৬ মিনিটে রদ্রিগোর গোলে এগিয়ে যায়। কিন্তু লিড ধরে রাখতে পারেনি। ৬৪ মিনিটে ইশি প্লাজোন ভায়েকানোর হয়ে সমতাসূচক গোল করেন। বাকি সময়েও আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও কোনো দলই আর গোলের দেখা পায়নি।
এই ড্রয়ের ফলে লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ৩৭ পয়েন্ট। শীর্ষে থাকা বার্সেলোনার সংগ্রহ ৩৮ পয়েন্ট। পরবর্তী ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় না পেলে শীর্ষ দুই থেকে নেমে যাওয়ার শঙ্কায় রয়েছে রিয়াল।
আশিকুর রহমান