ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রাহায়ণ ১৪৩১

মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর

রুমেল খান

প্রকাশিত: ২১:৩৮, ২৭ নভেম্বর ২০২৪

মাঠে গড়াচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর

নতুন মৌসুমে সেরা সাফল্যের লক্ষ্যে কঠোর অনুশীলন করে চলেছে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব

আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তদশ আসর। অংশ নেবে ১০ দল। উদ্বোধনী দিনে মাঠে নামছে ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং সময়ের সেরা ও বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। গত মৌসুমের মতো এবারও লিগের লেখা হবে সপ্তাহে দুদিন (শুক্র ও শনিবার)। খেলা হবে মোট পাঁচটি ভেন্যুতে। এগুলো হলো মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়াম, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা, কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম। গত মৌসুমের দুটি ভেন্যু বাদ পড়েছে।

এগুলো হলো : গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এবং রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম। মাঠ প্রস্তুত হলেও ড্রেসিংরুম, প্রেসবক্স, গ্যালারি ও ফ্লাডলাইটসহ অন্যান্য স্থাপনার সংস্কারকাজ এখনো শেষ করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। ফলে অপ্রস্তুত থাকায় গত মৌসুমের মতো এবারও বিপিএলের খেলা হচ্ছে না ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। প্রায় দুমাসব্যাপী মোট ৪৫ ম্যাচ দিয়ে লিগের প্রথম পর্ব শেষ হবে আগামী বছরের ২৫ জানুয়ারি (যদি কোনো কারণে খেলা না পেছায়)। 
লিগের প্রথম দিনে মোট ৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি ম্যাচই শুরু হবে দুপুর আড়াইটায়। মুন্সীগঞ্জে ব্রাদার্স-পুলিশ ও গাজীপুরে ঢাকা ওয়ান্ডারার্স-মোহামেডান মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস আতিথ্য দেবে চট্টগ্রাম আবাহনীকে। 
গত লিগে কাউকেই অবনমতি করা হয়নি। তারপরও এবারও গতবারেরই মতো ১০ দল অংশ নিচ্ছে। সেটা হয়েছে আর্থিক সমস্যার কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবারের লিগে অংশ না নেওয়াতে। এই দুই ক্লাবের পরিবর্তে চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উত্তরণ ঘটানো হয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের। 
বাফুফে এখনো জানায়নি এবারের লিগের পৃষ্ঠপোষক কারা। এবারের  লিগে ১০ দলের কোচদের তিনজনই বিদেশী। এরা হলেন : কিংসের ভ্যালেরিউ তিতা (রোমানিয়া), ব্রাদার্সের ওমর সিসে (গাম্বিয়া) এবং ফকিরেরপুলের দিভালদো আলভেস (পর্তুগাল)। 
গতবারের মতো এবারের লিগেও প্রতিটি দল সর্বোচ্চ ছয় ফুটবলার নিবন্ধন করাতে পারবে (দলভুক্ত করতে পারবে ৩৬ খেলোয়াড়কে)। এর মধ্যে এএফসি অঞ্চলেরও একজন থাকতে পারবে। তবে ম্যাচে সর্বোচ্চ চার জনকে খেলানো যাবে। ১০ ক্লাবে এবার মোট ৩৫ বিদেশী ফুটবলার খেলবেন। এদের মধ্যে সর্বাধিক গাম্বিয়ার ৬ জন। 
বিপিএল ফুটবলকে বলা হয় পেশাদার লিগ-ও। প্রথম বিপিএল অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। শুরুতে এর নাম ছিল বি-লিগ। পরে বাংলাদেশ লিগ। সবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। নিয়মিতই আয়োজিত হয়েছে এই আসর। তবে ২০১৯-২০ মৌসুম প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ৩৬ ম্যাচ হওয়ার পর লিগ পরিত্যক্ত ঘোষণা করে পেশাদার লিগ কমিটি। 
পেশাদার লিগে সর্বাধিক ৬ বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে বসুন্ধরা কিংস এবং সেটা টানা, ৭৫ বছরের লিগ ইতিহাসে যা রেকর্ড। এ ছাড়া শেখ জামাল ধানমন্ডি ৩ বার এবং শেখ রাসেল ক্রীড়া চক্র ১ বার চ্যাম্পিয়ন হয়েছে।

×