চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচ খেলতে অ্যানফিল্ডের পথে রিয়ালের তারকারা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ উড়তে থাকা ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে ‘হাইভোল্টেজ’ এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দুইটায়। একই সময়ে জুভেন্টাসের সঙ্গে লড়বে অ্যাস্টন ভিলা, বেনফিকার প্রতিপক্ষ মোনাকো। তবে আগ্রহের কেন্দ্রবিন্দুতে লিভারপুল-রিয়াল দ্বৈরথ। চার ম্যাচের সবই জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আর্নি স্লটের দল। অন্যদিকে সমান খেলায় দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ১৮তম স্থানে রিয়াল মাদ্রিদ। অবশ্য স্প্যানিশ লা লিগায় দারুণ ছন্দে কার্লো আনচেলত্তি-বাহিনী। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল কেবল ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়নই নয়, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের এ আসরে রেকর্ড ১৬ শিরোপা তাদের দখলে। লিভারপুলের শেষ সাফল্য ২০১৮-২০১৯ মৌসুমে।
চ্যাম্পিয়নস লিগে ব্লকবাস্টার ম্যাচে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে রিয়াল মাদ্রিদ লা লিগায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাল কাঁপিয়ে স্বস্তি ফিরিয়েছেন কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম। চলতি মৌসুমে অধারাবাহিক পারফর্ম করে সমালোচিত হচ্ছিলেন এমবাপে। দুজনেই গোল করে জানান দিয়েছেন, তারা ফুরিয়ে যাননি। এই জয়ে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে দুইয়ে উঠে গেছে রিয়াল। বার্সেলোনার (১৪) চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষস্থান থেকে ৪ পয়েন্ট দূরে তারা। একই ম্যাচে আনচেলত্তির জন্য দুঃসংবাদ হয়ে এসেছে ভিনিসিয়াস জুনিয়রের ইনজুরি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন সেনসেশনাল এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের বিপক্ষে মোহাম্মদ সালাহর জোড়া গোলে ৩-২ ব্যবধানে জিতে শিরোপার আরও কাছে চলে এসেছে লিভারপুল।