পিছিয়ে পড়া ব্রাজিলকে সমতায় ফেরানোর পর গারসনের উদযাপন
আবারও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ল ব্রাজিল। ভেনেজুয়েলার পর এবার উরুগুয়ের সঙ্গেও ১-১ গোলে ড্র করেছে ডোরিভাল জুনিয়রের দল।
বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে ড্র করে পয়েন্ট হারানোর ফলে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ৫ নম্বরে নেমে গেছে সেলেসাওরা।
সর্বশেষ ভেনেজুয়েলার সঙ্গে ড্র করার পর এবার উরুগুয়ের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে সালভাদরের ফন্টে নোভা অ্যারেনায় মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা উরুগুয়েও এদিন দারুণ লড়াই করে নিজেদের জাত ছিনিয়েছে।
দুই দলের রোমাঞ্চকর এই লড়াইয়ে ম্যাচের প্রথমার্ধে তো গোলের দেখা পায়নি কেউই। গোলশূণ্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে দুই দলই মরিয়া হয়ে উঠে। ম্যাচের বয়স যখন ৫৫ মিনিট তখনই প্রথম গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদ তারকা ফেডেরিকো ভালভার্দে। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে উঠে ব্রাজিলও। সেই সুযোগে ৭ মিনিট পরই পেনাল্টি বক্সের মাথা থেকে দুর্দান্ত এক শটে ব্রাজিলকে সমতায় ফেরান গারসন। দুর্দান্ত ভলিতে জাতীয় দলে জার্সিতে নিজের প্রথম গোল করেন এই ফ্ল্যামেঙ্গো মিডফিল্ডার। রাফিনহার ক্রস হেড করে ক্লিয়ার করতে চেয়েছিলেন রড্রিগো বেন্তাঙ্কুর। সফল হননি তিনি, ডি বক্সের মাথায় পেয়ে জোরালে ভলিতে ঠিকানা খুঁজে নেন গারসন।
এরপর গোল করার চেষ্টা ছিল দুই দলেরই। কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে পারেনি কেউ। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান গড়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন দানিলো। কিন্তু সেই শট লক্ষ্যে রাখতে পারেননি ব্রাজিল অধিনায়ক। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হলো লাতিন আমেরিকার দুই জায়ান্টকে।
কিন্তু টানা দুই ড্রয়ে ব্রাজিল ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে নেমে গেছে। ১২ ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সংগ্রহে এখন ১৮ পয়েন্ট। যেখানে পাঁচ জয়ের সঙ্গে সমান পাঁচ ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে উরুগুয়ে। এদিকে, কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইকুয়েডর। দুটি দলেরই পয়েন্ট সমান ১৯। শেষ চার ম্যাচের তিনটিতেই হারা কলম্বিয়া গোল পার্থক্য পিছিয়ে টেবিলের চারে নেমে গেছে। ২০২৬ বিশ্বকাপে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
মোস্তফা/জাফরান