ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৬ অগ্রাহায়ণ ১৪৩১

মেসির অ্যাসিস্টে আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ

প্রকাশিত: ১০:১০, ২০ নভেম্বর ২০২৪

মেসির অ্যাসিস্টে আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ

গোলের পর মেসির সঙ্গে মার্টিনেজের উদযাপন

জয়ে ফিরেছে আর্জেন্টিনা। বুধবার বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ১-০ গোলে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে পেরুকে। ম্যাচের ৫৫ মিনিটে দলের সেরা তারকা লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। 

এই জয়ের ফলে ২০২৬ বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাকে প্রায় নিশ্চিতই করে ফেলেছে লিওনেল স্কালোনির দল। চলতি বছরে এটাই আর্জেন্টিনার শেষ ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বের পরবর্তী রাউন্ডের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বছরের মার্চে।

বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত শুরু করা আর্জেন্টিনা যেন হঠাৎ করেই খেই হারিয়ে ফেলে। সর্বশেষ প্যারাগুয়ের কাছেও ২-১ গোলে হেরে যায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। যে কারণে পেরুর বিপক্ষে ম্যাচটি ছিল আলবিসেলেস্তেদের জন্য জয়ে ফেরার মিশন। 

কিন্তু বুয়েন্স আয়ারসে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে নিজেদের সেরাটা দিতে পারেনি লিওনেল স্কালোনির শিষ্যরা। বার বার আক্রমণে উঠেও যেন খেই হারিয়ে ফেলছিল মেসি-মার্টিনেজরা। বিরতির আগ পর্যন্ত ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও প্রতিপক্ষের জালে কোন বল জড়াতে পারেনি তারা। যদিওবা ম্যাচের ২১ মিনিটে সেরা সুযোগটা পেয়েছিল স্বাগতিক শিবির। কিন্তু এই সময়ে জুলিয়ান আলভারেজ গোলের সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন।

তবে বিরতির পর ৫৫ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। বাঁ দিক থেকে লিওনেল মেসির বাড়ানো ক্রস ডি-বক্সে পেয়ে শূন্যে লাফিয়ে দুর্দান্ত ভলিতে ঠিকানা খুঁজে নেন ইন্টার মিলান ফরোয়ার্ড। এই গোলে অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি ল্যান্ডন ডনোভানের সর্বোচ্চ গোল বানানোর রেকর্ডে (৫৮) ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। 

এরপর ম্যাচে বলার মতো কোন আক্রমণই করতে পারেনি পেরু। এমনকি স্বাগতিক আর্জেন্টিনাও পরবর্তীতে আর কোন গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি। ফলে ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। 
তবে বিশ্বকাপ বাছাইপর্বে ১২ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত হলো আর্জেন্টিনার। সমান ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া পেরু ৭ পয়েন্ট নিয়ে আছে টেবিলের দশ নম্বরে। 

দিনের পরবর্তী ম্যাচে আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে রুখে দিয়েছে শক্তিশালী উরুগুয়ে। ১-১ গোলে ড্র হয় সেই ম্যাচটি। ফলে টেবিলের চার থেকে পাঁচে নেমে গেছে ডোরিভাল জুনিয়রের দল। উরুগুয়ের অবস্থান টেবিলের দুই নম্বরে। টেবিলের তিন ও চারে রয়েছে ইকুয়েডর এবং কলম্বিয়া।


 

মোস্তফা/আর কে

×