ঢাকা, বাংলাদেশ   বুধবার ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রাহায়ণ ১৪৩১

রোমাঞ্চকর লড়াইয়ে স্পেনের নাটকীয় জয়

শাকিল আহমেদ মিরাজ

প্রকাশিত: ০০:৪২, ২০ নভেম্বর ২০২৪

রোমাঞ্চকর লড়াইয়ে স্পেনের নাটকীয় জয়

শেষ মুহূর্তে জয়সূচক গোল করে স্পেনের জয়ের নায়ক ব্রায়ান জারাগোজা (জার্সি-১৫)

উয়েফা নেশন্স লিগে রোমাঞ্চকর ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয়তায় ৩-২ গোলের জয় পেয়েছে স্পেন। গ্রুপসেরা স্প্যানিশদের কোয়ার্টার আগেই নিশ্চিত ছিল। অন্যদিকে আগেই ‘বি’ লিগে নেমে গিয়েছিল সুইজারল্যান্ড। ড্রয়ে আসর শুরুর পর টানা পাঁচ জয়ে ‘এ’ লিগের চার নম্বর গ্রুপে স্পেনের পয়েন্ট হলো ১৬। একই দিনে আরেক ম্যাচে সার্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ আটে উঠেছে ডেনমার্ক। ৬ ম্যাচে ডেনিশদের পয়েন্ট ৮। ওদিকে আরেক বড় ম্যাচে পর্তুগালের সঙ্গে প্রথমার্ধে গোল হজম করেও দ্বিতীয়ার্ধে দারুণ ফুটবল উপহার দিয়ে ১-১ গোলে ড্র করেছে ক্রোয়েশিয়া। ৬ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের রানার্সআপ ক্রোয়েটরা। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে পর্তুগাল।
ম্যাচ তখন ড্রয়ে শেষ হওয়ার পথে। ৯৩ মিনিটে ব্রায়ান জারাগোজা আদায় করে নিলেন পেনাল্টি। সফল স্পট কিকে গোল করলেন তিনিই। তার আগে ইয়ার্মি পিনোর সৌজন্যে ৩২ মিনিটে প্রথম গোল পায়স্বাগতিকরা। ৬৩ মিনিটে সুইসদের সমতায় ফেরান মন্তেইরো। ৬৮ মিনিটে স্পেনকে এগিয়ে নেন ব্রায়ান গিল। ৮৫ মিনিটে সুইজাল্যান্ডকে ২-২এ সমতায় ফেরান জেকিরি। অবশেষে রুদ্ধশ্বাস ম্যাচের অতিরিক্ত সময়ে জারাগোজার ওই স্পট কিক। শুরু থেকে পজেশন ধরে রাখায় আধিপত্য করলেও প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি স্পেন। এরপরই ঘটনাবহুল সেই গোল। বক্সে আলভারো মোরাতা ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্পেন।

পেদ্রির স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক, তবে বল ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি সুইসরা। নিকো উইলিয়ামসের ভলি গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল ভলিতেই জালে পাঠান পিনো। সতীর্থের ক্রস নিয়ন্ত্রণে নিয়ে ডান দিক দিয়ে প্রতিপক্ষের দুই জনের বাধা এড়িয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি। পাঁচ মিনিট পরই অবশ্য লিড পুনরুদ্ধার করেন হিল। প্রথমে বক্সে প্রতিপক্ষের পায়ে মেরে বলের নিয়ন্ত্রণ হারান তিনি। তবে বল কেড়ে নিয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান ৬০তম মিনিটে বদলি নামা ২৩ বছর বয়সী উইঙ্গার। 
৮৫তম মিনিটে প্রতিপক্ষের সিয়েরোকে স্পেনের ফাবিয়ান রুইস বক্সে ফেলে দিলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে সফল স্পট-কিকে জয়সূচক গোল করেন জারাগোজা। ওদিকে ১-১এ ড্র ম্যাচে ৩৩ মিনিটে পর্তুগালকে এগিয়ে দিয়েছিলেন জোয়াও ফেলিক্স, ৬৫ মিনিটে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান ভেরাডিওল।

×