ঢাকা, বাংলাদেশ   রোববার ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রাহায়ণ ১৪৩১

৭ গোলে ‘স্পেশালিস্ট’ জার্মানি

স্পোর্টস রিপোর্টার 

প্রকাশিত: ১১:৪৯, ১৭ নভেম্বর ২০২৪; আপডেট: ১১:৫১, ১৭ নভেম্বর ২০২৪

৭ গোলে ‘স্পেশালিস্ট’ জার্মানি

গোলের পর জার্মান শিবিরে আনন্দ-উল্লাস

বিশ্ব ফুটবলে ইউরোপের ‘পাওয়ার হাউজ’ নামে পরিচিত জার্মানি। যে কোন প্রতিপক্ষের জন্যই আতংকের নাম দলটি। ২০১৪ বিশ্বকাপের সেমি-ফাইনালে ব্রাজিলকে ৭-১ গোলে হারানো সেই ম্যাচের ফলাফল তো এখনও মানুষের মুখে-মুখে। এবার উয়েফা নেশন্স লিগেও এমন এক ম্যাচ উপহার দিল জার্মানি। 

শনিবার বসনিয়া ও হার্জেগোভিনার জালেও গুনে গুনে ৭বার বল জড়াল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোপা-পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুলিয়ান নাগেলসম্যানের দল। 

সেই সঙ্গে রেকর্ডবুকেও জায়গা করে নিয়েছে জার্মানি। উয়েফা নেশন্স লিগের ৬ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল এক ম্যাচে ৭ গোল করেছে। জার্মানির হয়ে এদিন গোলের খাতায় নাম লিখিয়েছেন ৫ জন। তাদের মধ্যে টিম ক্লেইনডিন্সট ও ফ্লোরিয়ান রিটজ উভয়েই দুটি করে গোল করেছেন। বাকি তিনটি গোল করেন যথাক্রমে জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ এবং লেরয় সানে।

হাঙ্গেরিকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছে হল্যান্ডপ্রথম চার ম্যাচের তিন জয় আর একটিতে ড্রয়ের সৌজন্যে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল জার্মানি। ফলে ফুরফুরে মেজাজেই বসনিয়ার বিপক্ষে খেলতে নেমেছিল নাগেলসম্যানের শিষ্যরা। এদিন ইউরোপা পার্কে  তারা এতোটাই দুর্দান্ত ছিল যে, ম্যাচের মাত্র ৭৮ সেকেন্ড যেতে না যেতেই  গোলের দেখা পায় জার্মানি। জশুয়া কিমিচের ক্রসে দারুণ এক হেডে গোল উৎসবের সূচনা করেন জামাল মুসিয়ালা। প্রথমার্ধের ২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লেইনডিন্সট। ম্যাচের বয়স যখন ৩৭ মিনিট তখন জার্মানির স্কোরলাইন ৩-০ করেন হাভার্টজ। ফলে বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি।

দ্বিতীয়ার্ধেও চলে গোল উৎসব। ৫০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করেন ফ্লোরিয়ান রিটজ। ৭ মিনিট পর হাভার্টজের পাস থেকে দলের পঞ্চম ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন লেভারকুসেনের এই রাইট উইঙ্গার। ৬৬ মিনিটে করা লেরয় সানের গোলের অ্যাসিস্টও হাভার্টজ। ম্যাচের বয়স যখন ৭৯ মিনিট তখন বসনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন সেই ক্লেইনডিন্সট। এরপর আর গোল না হলে ৭-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানি।

এই জয়ের ফলে গ্রুপ এ ‘৩’ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও নিশ্চিত করে ফেলেছে জার্মানি। তাদেও সংগ্রহে ৫ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডস ৫ পয়েন্ট পেছনে। ডাচরাও এদিন ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে। গ্রুপ পর্বে জার্মানির পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে হাঙ্গেরির বিপক্ষে। অন্যদিকে নেদারল্যান্ডস খেলবে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে।

মোস্তফা/এসআর

×