সংগৃহীত ছবি
ম্যাচের ৩৩ মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। কিন্তু ভুল থেকে শিক্ষা নেননি। ঠিক চার মিনিট পর আবারও ফাউল, এবার তাঁর শিকার লিওনেল মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো।
ব্যাপারটা মোটেই ভালো লাগেনি মেসির। বিরতির সময় মাঠেই রাগ ঝেড়েছেন। এরপর সংবাদ সম্মেলনেও রেফারিকে অন্যভাবে কাঠগড়ায় তুলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আলডেরেট আবার গোল করে প্যারাগুয়েকে ২-১ গোলে এগিয়ে দেন, যা আর্জেন্টিনার জন্য পরাজয়ের চূড়ান্ত ধাক্কা হয়ে দাঁড়ায়। আলডেরেটের এই গোল ডিফেন্সোরেস ডেল চাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের সমর্থকদের উল্লাসের ঝড় তোলে, অন্যদিকে আর্জেন্টাইন শিবিরে ড্যারনকোর সিদ্ধান্ত নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলেন, ‘আমি অনেক কিছু বলতে পারি, কিন্তু তা বলে কোনও লাভ হবে না। এটি যেন কোনও অজুহাত না হয় এবং মানুষ যাতে ভুল অর্থ না নেয়, সেজন্য আমি কিছু বলছি না। আমরা সবাই মাঠে যা ঘটেছে, তা দেখেছি। এতে ফলাফলের কোনো সম্পর্ক নেই। এসব থেকে আমি অনেক কিছু শিখেছি,’ বলে তিনি বিতর্ক শেষ করতে চান।
শিহাব উদ্দিন