ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

বিশ্বকাপ নিশ্চিতে মাঠে নামছে আর্জেন্টিনা!

প্রকাশিত: ০০:১৬, ১৪ নভেম্বর ২০২৪

বিশ্বকাপ নিশ্চিতে মাঠে নামছে আর্জেন্টিনা!

ছবি: সংগৃহীত

রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে মাঠে নামছে দক্ষিণ আমেরিকার শীর্ষ দুই দল ব্রাজিল-আর্জেন্টিনা। বাংলাদেশ সময় গভীর রাত ৩টায় এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে স্বাগতিক ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এর আড়াই ঘণ্টা পর অ্যাসানসিওনের এস্তাদিও ডেফেনসোরেস দেল চাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের সঙ্গে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

১০ দলের কনমেবল বাছাই তালিকায় ১০ রাউন্ড শেষে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ড্রর পর বলিভিয়াকে ৬-০ গোলে হারায় তারা। আর্জেন্টিনার বড় এই জয়ের পেছনে বড় ভূমিকা রাখেন লিওনেল মেসি। তার হ্যাটট্রিক ও দুটি গোলে সহায়তার মাধ্যমে ‘ফুটবল জাদুকর’ মেসি আবারও নিজের জাত চেনান। আরেকটি জয় আর্জেন্টিনার সংগ্রহ নিয়ে যাবে ২৫-এ; গত কয়েকটি বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট বিশ্লেষণে দেখা যায়, এই পয়েন্টে বিশ্বকাপ চূড়ান্তপর্ব নিশ্চিত হয়ে যাবে আলবিসেলেস্তেদের।

তবে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি চ্যালেঞ্জিং হতে পারে মেসিদের জন্য। এখন পর্যন্ত দুদলের ৫৪ ম্যাচের মধ্যে ২৯টি আর্জেন্টিনা জিতলেও প্যারাগুয়ে ৬ জয়ের সঙ্গে ১৯টি ড্র রাখতে পেরেছে তাদের সঙ্গে। ২০১৫ সাল থেকে ৭টি ম্যাচে চারটি ড্র করেছে প্যারাগুয়ে। আর্জেন্টিনা জিতলেও জিতেছে ন্যূনতম গোলে (যেমন গত অক্টোবরে ঘরের মাঠে নিকোলাস ওতামেন্দির গোলে জিতেছিল)।

এবার বাছাইপর্বে ১০ ম্যাচে প্যারাগুয়ে মাত্র ৪টি গোল করলেও, গোল হজম করেছে মাত্র ৪টি। আর্জেন্টাইন কোচ গুস্তাভো আলফারোর অধীনে তারা শেষ চার ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করেছে, তাতে ১৩ পয়েন্ট নিয়ে তারা তালিকার ৬ নম্বরে উঠে এসেছে।

অন্যদিকে, ব্রাজিলও ভেনেজুয়েলার মাঠে একটি কঠিন লড়াইয়ের মুখোমুখি হবে। বাছাইপর্বের শুরুতে তাদের পারফরম্যান্স কিছুটা অসামঞ্জস্যপূর্ণ ছিল। তবে শেষ দুই ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা। পেরু ও চিলিকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে উঠে এসেছে চার নম্বরে।

শিহাব উদ্দিন

×