বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পথে গোল করছেন লিভারপুলের লুইস দিয়াজ
নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের দাপটের কথা সবারই জানা। স্বাগতিক সমর্থকদের সামনে লস ব্ল্যাঙ্কোসরা এতটাই শক্তিশালী ছিল যে এগিয়ে থাকলেও শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত স্বস্তির নিশ্বাস ফেলতে পারত না প্রতিপক্ষ শিবির। কেননা, প্রিয় মাঠে বড় ব্যবধানে পিছিয়ে থাকলেও শেষ মুহূর্তের নাটকীয়তায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জেতার অসংখ্য নজির রয়েছে রিয়াল মাদ্রিদের। কিন্তু সেই চেনা মাঠেই রিয়াল মাদ্রিদ যেন হঠাৎ করেই অচেনা!
সর্বশেষ এল ক্ল্যাসিকোতে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে বিধ্বস্ত হয় কার্লো আনচেলত্তির দল। সেই হারের ক্ষত রিয়াল ভক্তদের কাছে এখােনা তরতাজা। এর মধ্যেই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বড় ব্যবধানে হারের লজ্জা দিল ইতালিয়ান ক্লাব এসি মিলান! ইউরোপ সেরার এই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়নরা এদিন ৩-১ গোলে পরাজিত করেছে এমবাপে-ভিনিসিয়াসদের! এর ফলে সান্তিয়াগো বার্নাব্যুতে টানা দুই ম্যাচে বড় ব্যবধানে হারের লজ্জার নজির গড়ে কার্লো আনচেলত্তির শিষ্যরা। যা চলতি মৌসুমে রিয়ালের তৃতীয় পরাজয়। অথচ পুরো ২০২৩-২৪ মৌসুমে সবমিলিয়ে ঘরের মাঠে রিয়ালের পরাজয়ের সংখ্যা মাত্র দুই ম্যাচ!
চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড সর্বোচ্চ ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। সাতবার জিতে দ্বিতীয় স্থানটিতেই রয়েছে এসি মিলান। কিন্তু সাম্প্রতিক পারফর্মেন্সে বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে কাগজে-কলমে অনেক পিছিয়ে এসি মিলান। তবে স্বাগতিক সমর্থকদের স্তব্দ করে ম্যাচের শুরুতেই রিয়ালকে চমকে দেয় সফরকারী দল। ম্যাচ শুরুর ১২ মিনিটেই মালিক থিয়াওয়ের গোলে এগিয়ে যায় এসি মিলান। পুলিসিচের নেওয়ার কর্নার থেকে উড়ে আসা দারুণ এক ক্রসে হেড করে বল জালে জড়ান থিয়াও। তবে সমতায় ফিরতে খুব বেশি সময় নেয়নি রিয়ালও। ২০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র।
কিন্তু বিরতিতে যাওয়ার আগে আরও এক গোল হজম করে বসে আনচেলত্তির দল। ৩৮ মিনিটে বর্তমান চ্যাম্পিয়নদের হতাশায় ডুবিয়ে মিলানকে এগিয়ে দেন রিয়ালেরই সাবেক তারকা আলভারো মোরাতা। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় এসি মিলান। দ্বিতীয়ার্ধে কিছু পরিবর্তন আনলে আনচেলত্তির শিষ্যদের খেলার গতিও কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু তাতেও সফল হয়নি স্বাগতিকরা। উল্টো ৭৩ মিনিটে মিলানকে তৃতীয় গোল উপহার দিয়ে বড় জয় নিশ্চিত করেন তিজানি রেইনডার্স। সেইসঙ্গে ৩-১ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের দুই জায়ান্ট ম্যানচেস্টার সিটি আর লিভারপুল দুইরকম অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে। অবিশ্বাস্য শুনালেও স্পোর্টিং সিপি ৪-১ গোলে বিধ্বস্ত করেছে ম্যানচেস্টার সিটিকে। আর এই পর্তুগিজ ক্লাবটির কোচ রুবেন আমোরিমই হচ্ছেন পরবর্তী ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ। এর ফলে ২০১৬ সালের অক্টোবরের পর চ্যাম্পিয়নস লিগে এবারই প্রথম চার গোল হজম করেছে সিটিজেনরা।
সেইসঙ্গে ২০১৮ সালের এপ্রিলের পর এবারই প্রথম টানা তিন ম্যাচে হারল সিটি। স্পোর্টিং লিসবনের হয়ে হ্যাটট্রিক করেন ভিক্টর গায়োকেরেস। আরেক ম্যাচে লিভারপুল ঠিকই নিজেদের জাত ছিনিয়েছে। আর্নে স্লটের শিষ্যরা ৪ গোলে পরাজিত করেছে বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেনকে। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসভি, সেল্টিক, ডায়নামো জাগরেব, মোনাকো এবং বরুসিয়া ডর্টমুন্ড।