ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১

ফিফা র‌্যাংকিং

শীর্ষে আর্জেন্টিনাই, এক ধাপ উন্নতি বাংলাদেশের

প্রকাশিত: ২২:৪৮, ২৪ অক্টোবর ২০২৪

শীর্ষে আর্জেন্টিনাই, এক ধাপ উন্নতি বাংলাদেশের

বরাবরের মতো এবার শীর্ষস্থান ধরে রেখেছে মেসির আর্জেন্টিনা

বাংলাদেশ সর্বশেষ ৮ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ খেলেছে। এরপর আর কখনো ম্যাচ খেলেনি। তারপরও সুখবর আছে লাল-সবুজ বাহিনীর জন্য। কেননা ম্যাচ না খেলেও যে ফিফা র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের। 

ফিফার সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে একধাপ এগিয়ে ১৮৫ নম্বরে এখন বাংলাদেশ। তবে শীর্ষ ছয়ে কোন পরিবর্তন নেই। ১৮৮৩.৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পরের স্থানে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, ব্রাজিল ও বেলজিয়াম। অন্যদিকে এক ধাপ উন্নতি হওয়ায় নেদারল্যান্ডকে পেছনে ফেলে ৭ নম্বরে জায়গা করে নিয়েছে পর্তুগাল। একইভাবে জায়গা বদল হয়েছে ইতালি ও কলম্বিয়ারও। এক ধাপ উন্নতি হওয়ায় ৯ নম্বরে ইতালি। আর দশে কলম্বিয়া।

রুমেল খান/ রিয়াদ

×