ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ২ কার্তিক ১৪৩১

বাফুফে নির্বাচন ২০২৪

কিরণের নাম নিয়ে চঞ্চলের আপত্তি

প্রকাশিত: ২০:৪২, ১৭ অক্টোবর ২০২৪

কিরণের নাম নিয়ে চঞ্চলের আপত্তি

কিরণ (বায়ে) ও চঞ্চল

বাফুফে নির্বাচন তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্রের ওপর আপত্তি প্রদানের দিন। ৫০টি বৈধ মনোনয়নের বিপরীতে শুধু একটি আপত্তি আবেদন পড়েছে। শরীয়তপুর জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের কাউন্সিলর মোজাম্মেল হক চঞ্চল সদস্য পদপ্রার্থী মাহফুজা আক্তার কিরণের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন আপিল কমিশনের কাছে আবেদন করেছেন। এজন্য তাকে নিয়ম অনুযায়ী বাফুফের আপিল কমিশনকে ৫০ হাজার টাকা দিতে হয়। 

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে নাম মাহফুজা আক্তার থাকলেও মনোনয়নপত্রে মাহফুজা আক্তার কিরণ রয়েছে। নামের এই বৈসাদৃশ্যের জন্যই আপত্তি করে আবেদন করেন চঞ্চল। পাশাপাশি তিনি ফিফা ও এএফসিতেও কিরণের আবেদনে শুধু মাহফুজা আক্তার লেখা দিয়েছেন সেই প্রমাণও।

তবে চঞ্চলের এই আবেদন প্রধান নির্বাচন কমিশনার পর্যালোচনা করে খারিজ করে দিয়েছেন। যুক্তি হিসেবে দেখিয়েছে গত নির্বাচনেও ‘কিরণ’ নামটি ব্র্যাকেটে ব্যবহার হয়েছে। এতে বড় ধরনের কোন ব্যত্যয় হয়নি। ব্র্যাকেটে ডাকনাম ব্যবহার করে মনোনয়ন বৈধ হয়েছে বেশ কয়েকটি।

রুমেল/শহিদ

×