ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

কাঠমান্ডুতে নারী সাফের পর্দা উঠছে আজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৯, ১৭ অক্টোবর ২০২৪

কাঠমান্ডুতে নারী সাফের পর্দা উঠছে আজ

নেপালের দশরথ স্টেডিয়ামে বুধবার অনুশীলনে কৃঞ্চা রানী

হিমালয়ের দেশ নেপালে আজ বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের। প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। এবার সাফের সাতটি দেশই অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে। আজ উদ্বোধনী দিনে একটি খেলা মাঠে গড়াবে। গ্রুপ ‘এ’ তে যাতে পাকিস্তান মুখোমুখি হবে ফেভারিট ভারতের। ম্যাচটি আরম্ভ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। 
আজ থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও বাংলাদেশের খেলা ২০ অক্টোবর। একই ভেন্যুতে একই সময়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ‘বি’ গ্রুপের দলগুলো হলো : স্বাগতিক নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।  এবার বাংলার বাঘিনীদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবতা হচ্ছে দলে নেই গত সাফজয়ী আসরের স্বপ্না, আঁখিসহ আট ফুটবলার। তার ওপর গত আসরের ফাইনালের জোড়া গোল করা কৃষ্ণা চোট কাটিয়ে দলে ফিরলেও পুরো ফিট নন।

×