ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১

সাফ নারী চ্যাম্পিয়নশিপ

কাঠমান্ডুতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ভারত 

প্রকাশিত: ১৯:৩৯, ১৬ অক্টোবর ২০২৪

কাঠমান্ডুতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি পাকিস্তান-ভারত 

আজ কাঠমান্ডুতে সাফের ট্রফি নিয়ে সাত দলের অধিনায়ক

হিমালয়ের দেশ নেপালে কাল বৃহস্পতিবার থেকে পর্দা উঠছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের। প্রতিটি খেলাই অনুষ্ঠিত হবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। এবার সাফের সাতটি দেশই অংশ নিচ্ছে। দুটি গ্রুপে ভাগ হয়ে তারা খেলবে।
কাল উদ্বোধনী দিনে একটি খেলা মাঠে গড়াবে। গ্রুপ ‘এ’ তে যাতে পাকিস্তান মুখোমুখি হবে ফেভারিট ভারতের। ম্যাচটি আরম্ভ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায়। 

কাল থেকে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হলেও বাংলাদেশের খেলা ২০ অক্টোবর। একই ভেন্যুতে একই সময়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ‘বি’ গ্রুপের দলগুলো হলো : স্বাগতিক নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।  কাঠমান্ডুতে আজ অনুশীলনে বাংলাদেশ দলএবার বাংলার বাঘিনীদের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবতা হচ্ছে দলে নেই গত সাফজয়ী আসরের স্বপ্না, আঁখিসহ আট ফুটবলার। তার ওপর গত আসরের ফাইনালের জোড়া গোল করা কৃষ্ণা চোট কাটিয়ে দলে ফিরলেও পুরো ফিট নন। সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে—দলটি কোন প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাইরের কোন দেশের সঙ্গে। তার ওপর নেই গত আসরের কিংবদন্তীতুল্য কোচ গোলাম রব্বানী ছোটন। 

তারপরও বেঙ্গল টাইগ্রেস বাহিনীরা সব প্রতিকূলতা কাটিয়ে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ নিতে দৃঢ়প্রত্যয়ী। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত হিমালয়ের দেশে বঙ্গকন্যারা তাদের মিশন সফল করতে পারে কি না।
 

রুমেল খান

×