ঢাকা, বাংলাদেশ   সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১

পাঁচ-ছয় গোল করা উচিত ছিল ॥ পালমার

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪২, ৩০ সেপ্টেম্বর ২০২৪

পাঁচ-ছয় গোল করা উচিত ছিল ॥ পালমার

পালমার

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার প্রত্যাশিত জয় নিয়ে মাঠ ছেড়েছে ফেভারিট দুই দল আর্সেনাল এবং লিভারপুল। নিজেদের মাঠে গানাররা ৪-২ গোলে হারিয়েছে লিচেস্টার সিটিকে। অন্যদিকে লিভারপুল ২-১ ব্যবধানে জয় নিয়ে বাড়ি ফিরেছে উল্ভারহাম্পটন ওয়ান্ডারার্সের মাঠ থেকে। তবে এদিন তাদের জয় ছাপিয়ে আলোচনার চেলসির কোল পালমারের ৪ গোলের অবিস্মরণীয় রেকর্ড। যা ইংলিশ প্রিমিয়ার লিগের ৩২ বছরের ইতিহাসে প্রথম ঘটনা। ব্রাইটনের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে একাই হ্যাটট্রিকসহ চার গোল করার বিস্ময়কর কীর্তি গড়েন তিনি। তাতেই চেলসি ৪-২ গোলে ব্রাইটনকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

যদিওবা নিজেদের মাঠ স্ট্যামফোর্ডব্রিজে শুরুতেই পিছিয়ে পড়েছিল চেলসি। কিন্তু গোল হজমের পরই যেন জ্বলে উঠেন ২২ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার পালমার। মাত্র ২০ মিনিটের ব্যবধানেই গুনে গুনে চার গোল করেন তিনি। শুরুটা করেন ২১ মিনিটে। ২৮ মিনিটে পেনাল্টিতে ব্যবধান বাড়ানোর পর ৩১ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। আর ৪১ মিনিটে করেন নিজের চতুর্থ গোলটি। বিরতির আগে ১৬ টাচ আর পাঁচ শট নিয়ে চারটিতেই জাল খুঁজে নেন ম্যানসিটির সাবেক এই তারকা।

×