ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১১ আশ্বিন ১৪৩১

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলতে চায় যুবারা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে খেলতে চায় যুবারা

অনুশীলনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ফুটবলাররা

ফুটবলে ভাগ্য বলে একটা ব্যাপার আছে। এই যেমন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের কথাই ধরা যাক। ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে চলছে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর। এ-গ্রুপে পড়েছে বাংলাদেশ। তিন দলের এই গ্রুপে তাদের সেমিফাইনালে ওঠাটা ছিল খুবই সহজ। কেননা দুর্বল মালদ্বীপকে হারালেই তা হয়ে যায়। কিন্তু মালদ্বীপের সঙ্গে ১-১ গোলে ড্র করে বসে তারা। তাছাড়া এর আগে নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ভারতের কাছে ১-০ গোলে হেরেছিল লাল-সবুজ বাহিনী।

ফলে মালদ্বীপ-ভারত ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হয় সাইফুল বারী টিটুর শিষ্যদের। মালদ্বীপ ভারতের কাছে ৩-০ গোলে হারায় গোল পার্থক্যে মালদ্বীপকে পেছনে ফেলে অবশেষে শেষ চারের টিকিট কাটে বাংলাদেশ। এ-গ্রুপের রানার্সআপ হয় তারা। বিদায় নেয় বাংলাদেশ। কাল শনিবার দ্বিতীয় সেমিতে খেলবে তারা। ইতোমধ্যেই সেমির প্রতিপক্ষের নাম জেনে গেছে তারা। দলটি পাকিস্তান, যারা বি-গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে। নেপালকে ১-০ ও শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারানোর পাশাপাশি ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে তারা। প্রথম সেমিতে ভারত মুখোমুখি হবে নেপালের।

×