ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৮, ২৬ আগস্ট ২০২৪

বাংলাদেশ-ভারত সেমিফাইনাল আজ

রবিবার নেপালে অনুশীলনে বাংলাদেশের তরুণ ফুটবলাররা

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারত। নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৫ মিনিটে। শেষ চারের ম্যাচ ঘিরেই এখন ভাবনা বাংলাদেশের কোচ ও খেলোয়াড়দের। ফাইনাল খেলতে হলে সেমিফাইনালের বাধা টপকাতে হবে আগে। 

নেপালের কাঠমান্ডুতে অনুশীলন শেষে সে কথা স্মরণ করে বাংলাদেশ কোচ মারুফুল হক বলেন, ‘নেপালে এসে আমরা বলেছিলাম চ্যাম্পিয়ন হতেই এসেছি। ফাইনালে তো খেলবই। কিন্তু আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া হয়নি। গ্রুপের শেষ ম্যাচে নেপালের সঙ্গে আকস্মিক আমরা একটা গোল হজম করেছি। আশা করি খেলোয়াড়রা এটা কাটিয়ে উঠতে পারবে।’ সেমি নিয়ে কোচের কথা, ‘আমাদের সেমিফাইনাল ম্যাচ ভারতের বিরুদ্ধে।

তারা বরাবরই শক্ত প্রতিপক্ষ। কঠিন প্রতিপক্ষ হলেও আমরা যা দেখেছি আমাদের খেলোয়াড়দের মনোযোগ বেশ ভালো। গত ম্যাচ থেকে বের হয়ে আসা, বাউন্স ব্যাক করা সেই মানসিকতা নিয়ে আমরা ভারতের সঙ্গে ম্যাচ শুরু করতে পারলে আমরা ফাইনালে খেলতে পারব।’

×