ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১

আজ শুরু রিয়ালের অভিযান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩৮, ১৮ আগস্ট ২০২৪

আজ শুরু রিয়ালের অভিযান

শনিবার রিয়াল মাদ্রিদের অনুশীলন গ্রাউন্ডে ব্যস্ত সময় কাটান বাঁ থেকে লুকা মডরিচ, রডরিগো ও কিলিয়ান এমবাপে

স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার চেয়ে ১০ পয়েন্ট বেশি নিয়ে রেকর্ড ৩৬তম লিগ শিরোপা জয়ের নজির গড়ে কার্লো আনচেলত্তির দল। লা লিগার শ্রেষ্ঠত্ব বজায় রাখার লক্ষ্যে আজ নিজেদের অভিযান শুরু করবে লস ব্ল্যাঙ্কোসরা। লিগে নিজেদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ মায়োর্কা। বাংলাদেশ সময় রাত ১টা ৩০ মিনিটে রিয়াল মাদ্রিদকে আতিথ্য দিবে মায়োর্কা।
নতুন মৌসুম শুরুর আগে ইতোমধ্যেই শিরোপা উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। গত বুধবার উয়েফা সুপার কাপে আটালান্টাকে হারিয়ে নতুন বছরের মিশন শুরু করে কার্লো আনচেলত্তির দল। সেই ম্যাচের মাধ্যমে রিয়াল মাদ্রিদের জার্সিতে অভিষেক ঘটে সময়ের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপের। আজ লা লিগায় অভিষেক ঘটবে ফ্রান্সের বিশ্বকাপজয়ী এই তারকার।

এ ছাড়াও স্বপ্নের ক্লাব রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায় রয়েছেন ব্রাজিলিয়ান বিস্ময় এনড্রিকের।  লা লিগায় সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড রিয়াল মাদ্রিদের। কিন্তু ট্রফি ধরে কীর্তিটা তারা সর্বশেষ করতে সক্ষম হয়েছিল ২০০৮ সালে। ফ্যাবিও ক্যাপেলোর অধীনে ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ মৌসুমে টানা দুইবার লিগ জিতেছিল রিয়াল। ১৭ বছর পর আবারও সেই কীর্তি গড়ার হাতছানি কার্লো আনচেলত্তির সামনে।

রিয়াল-মায়োর্কা ছাড়াও আজ রিয়াল সোসিয়েদাদ খেলবে রায়ো ভায়েকানোর বিপক্ষে। এর আগে শুক্রবার সেল্টা ভিগো ২-১ গোলে দেপোর্তিভো আলাভেসকে হারিয়ে নতুন মৌসুম শুরু করে। এ ছাড়া লাস পালমাস-সেভিয়ার ম্যাচটি শেষ হয় ২-২ গোলের সমতায়।

×