ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ব্রাজিলের টার্গেট পরবর্তী বিশ্বকাপ

প্রকাশিত: ১৭:৪১, ৭ জুলাই ২০২৪

ব্রাজিলের টার্গেট পরবর্তী বিশ্বকাপ

এবার কোপার কোয়ার্টার ফাইনালেই শেষ সেলেসাওদের স্বপ্নযাত্রা

আরও একটি টুর্নামেন্ট হতাশায় শেষ হলো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। ২০২১ কোপা আমেরিকায় ফাইনাল খেললেও এবার কোপার কোয়ার্টার ফাইনালেই শেষ সেলেসাওদের স্বপ্নযাত্রা। টুর্নামেন্টের শুরুর মতো শেষটাও ভালো হলো না কোপা আমেরিকার ৯ বারের চ্যাম্পিয়নদের। দলের এমন অপ্রত্যাশিত পারফরম্যান্সে হতাশ ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

কোয়ার্টার থেকে বিদায়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দরিভাল জুনিয়র বলেন, ‘এই দলটির গুরুত্বপূর্ণ সংস্কার কিংবা পুনর্গঠনের প্রক্রিয়া চলছে এখন। আমি মাত্র আট ম্যাচে দলটিকে কোচিং করিয়েছি এবং এই প্রক্রিয়াটা আমাদের চালিয়ে যেতে হবে। এই পথচলায় যত প্রতিবন্ধকতা আসবে, সেসব নিয়ে আমরা সচেতন। তবে এটাও আমরা জানি যে, একটি নক-আউট ম্যাচে আমরা হেরে গেছি এবং এটা আমাদের প্রত্যাশিত ছিল না।’

দরিভাল আরও যোগ করেন, ‘আমাদের গড়ে ওঠার, বিকশিত হওয়ার ও উন্নতি করার অনেক জায়গা আছে। আপাতত আমাদের মূল লক্ষ্য পরের বিশ্বকাপে জায়গা করে নেওয়া। এখন আমরা পয়েন্ট তালিকায় (বাছাইপর্বে) ছয় নম্বরে আছি এবং তা নিয়ে মোটেও স্বস্তিতে নেই আমরা।’

কোপা আমেরিকার কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশ সময় রবিবার সকালে উরুগুয়ের বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ব্রাজিল। মূল ম্যাচে তাদের পারফরম্যান্স ছিল একদমই ছন্নছাড়া ও ধারহীন। গোলশূন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ব্রাজিলের প্রথম শটেই ব্যর্থ হন এডার মিলিতাও। পরে গাব্রিয়েল মার্তিনেল্লির শট ফিরে আসে পোস্টে লেগে। উরুগুয়ে জিতে যায় ৪-২ গোলে।

 

এবি

×