
পিএসজির দুই বিশ্বখ্যাত ফুটবলার মেসি ও নেইমার
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। এই সময়ে দুর্দান্ত ফরমে আছেন সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও নেইমার। ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট-জার্মেইনের (পিএসজি) হয়ে ধারাবাহিকভাবে আলো ছড়িয়ে চলেছেন আর্জেন্টিাইন ও ব্রাজিলিয়ান তারকা। ফরাসি লিগ ওয়ানে প্রতিটি ম্যাচেই পিএসজির জয়ের নায়ক বনে যাচ্ছেন তারা।
শনিবার রাতেও প্যারিসের পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ট্রোয়েসের বিরুদ্ধে বিরুদ্ধেও ৪-৩ গোলের জয়ে মাঠ কাঁপিয়েছেন মেসি ও নেইমার। দু’জনই একটি করে গোল করার পাশাপাশি সমান গোলে সহযোগিতা করেছেন। এ দু’জনের পাশাপাশি ফরাসি তারকা কিলিয়ান এমবাপেও ভালো করছেন ধারাবাহিকভাবে। এ ম্যাচেও এক গোল করেছেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে প্রথম গোলটি করেন কার্লোস সোলের। উপভোগ্য ম্যাচে অবশ্য দুবার পিছিয়ে পড়েছিল স্বাগতিক পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটেই সফরকারী ট্রোয়েসের হয়ে গোল করেন মামা বালডে। ৫২ মিনিটে আরও একটি গোল করেন তিনি। সফরকারীদের হয়ে ৮৮ মিনিটে আরেকটি গোল করেন আন্টে পালাভেরসা। এই জয়ে ১৩ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে পিএসজি।
লিগ ওয়ানে নিজেদের মাঠে ২০২০ সালের ফেব্রুয়ারিতে বোর্দোর বিরুদ্ধে সবশেষ তিন বা তার বেশি গোল হজম করেছিল পিএসজি। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে মাকাবি হাইফাকে উড়িয়ে দিলেও ওই ম্যাচে দুই গোল খেতে হয়েছিল ফরাসি চ্যাম্পিয়নদের। লিগে ট্রোয়েসের বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের পরও তাই পিএসজি কোচের কণ্ঠে হতাশা ঝরেছে। গালটিয়ের বলেন, ম্যাচের শুরু থেকেই দল খুব ভারসাম্যহীন ছিল। কিছু খেলোয়াড় তাদের মান অনুযায়ী খেলতে পারেনি। আমরা প্রতিপক্ষের সীমানায় খুব কমই বল জিতেছি; বরং বেশিই হারিয়েছি। রক্ষণের দিক থেকে দেখলে, আমরা অনেক বেশি ভুল করেছি। সেট পিস থেকেও গোল হজম করেছি। এই সমস্যা ঠিক করতে আমাদের সময় লাগবে। এটা এমন একটা বিষয়, যেখানে আমাদের কাজ করতে হবে। প্রতিবার জেতার জন্য যদি আমাদের চার গোল করতে হয়, তাহলে বিষয়টা জটিল হয়ে যাবে।