ঢাকা, বাংলাদেশ   বুধবার ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

ঢাকা প্রিমিয়ার লিগ

দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ!

প্রকাশিত: ২১:৪৬, ২৯ এপ্রিল ২০২৫

দর্শকের দিকে তেড়ে গেলেন মাহমুদউল্লাহ!

হারের পর মেজাজ ধরে রাখতে পারলেন না অভিজ্ঞ এ ক্রিকেটার

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে আবাহনীর কাছে হেরে শিরোপা বঞ্চিত হলো মোহামেডান। আজ (মঙ্গলবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। আবাহনীর হ্যাটট্রিক শিরোপার বিপরীতে ১৫ বছর ধরে শিরোপাহীন থাকল মোহামেডান। ম্যাচ শেষে ঘটে গেল আরেক অনাকাঙ্ক্ষিত ঘটনা। হারের পর মেজাজ হারিয়ে দর্শকের প্রতিক্রিয়ার জবাব দিতে গ্যালারিতে তেড়ে যান মোহামেডানের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

মোহামেডান হারলেও মাহমুদউল্লাহ করেছেন ফিফটি। আবাহনীর ক্রিকেটার ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে করমর্দন শেষে ড্রেসিংরুমে ঢুকছিলেন মাহমুদউল্লাহ। জানা গেছে, তার আগেই ড্রেসিংরুম লাগোয়া গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারি থেকে মাহমুদউল্লাহর উদ্দেশ্যে কটূক্তি করে বসেন এক দর্শক। তাই নয়, মাহমুদউল্লাহকে নাকি গালিও দিয়েছেন সেই দর্শক। তারপর মেজাজ হারিয়ে লাফিয়ে গ্যালারিতে উঠে যান এ অলরাউন্ডার, তেড়ে যান সেই দর্শকের দিকে।

তাৎক্ষণিক মোহামেডানের অফিশিয়াল ও সাপোর্ট স্টাফরা মাহমুদউল্লাহকে থামান এবং গ্যালারি থেকে নামিয়ে আনেন। ডিপিএলে এবার দর্শকের উপস্থিতি ছিল কমই। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে ভালোই ছিল উপস্থিতি। প্রথমে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ ও আরিফুল হকের জোড়া ফিফটিতে ৭ উইকেটে ২৪০ রান করে মোহামেডান। জিসান আলম, মোহাম্মদ মিঠুনের ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের ফিফটিতে ২৪১ রানের লক্ষ্য অনায়াসে তাড়া করেছে মোহামেডান।

সব মিলিয়ে আবাহনী জিতল ২৪ বারের মতো শিরোপা। বিপরীতে মোহামেডান ১৫ বছর ধরে শিরোপাহীন।

 

 

মিরাজ /রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার