
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত বোলিং করে ইতিহাসের পাতায় নিজের নাম লেখালেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকে ছাড়িয়ে এখন ওয়াকার ইউনিসের পাশে বসেছেন তাইজুল।
সোমবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৬০ রানে ৫ উইকেট শিকার করেন তাইজুল। এর ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৪৮-এ। যেখানে ওয়াসিম আকরাম ১০ টেস্টে ৪৭ উইকেট নিয়েছিলেন, সেখানে তাইজুল মাত্র ৮ টেস্টেই পৌঁছে গেছেন ৪৮ উইকেটে।
টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তাইজুল এখন যৌথভাবে তৃতীয়। তার সঙ্গে আছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস, যার উইকেট সংখ্যাও ৪৮। এই তালিকায় শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন (৮৭ উইকেট) এবং দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস (৬২ উইকেট)।
শুধু তাই নয়, জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে সবচেয়ে বেশি পাঁচবার ৫ উইকেট নেওয়ার কীর্তিতেও ওয়াকার ইউনিসের পাশে বসেছেন তাইজুল ইসলাম। এ ক্ষেত্রে এগিয়ে আছেন কেবল মুরালিধরন, যিনি ৬ বার পাঁচ উইকেট নিয়েছিলেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নেওয়ার দিক থেকেও এগিয়ে যাচ্ছেন তাইজুল। এটি তার ক্যারিয়ারের ১৬তম ৫ উইকেট শিকার, যেখানে সর্বোচ্চ ১৯ বার এই কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।
সিলেট টেস্টের হতাশা পেছনে ফেলে চট্টগ্রামে দুর্দান্ত ফর্মে ফেরা তাইজুলের এই অর্জন নতুন করে উজ্জীবিত করেছে টাইগারদের টেস্ট মিশন।
এসএফ