
ছবি: সংগৃহীত
তাওহীদ হৃদয়ের জন্য যেন বারবারই আচরণগত শৃঙ্খলাভঙ্গ কাল হয়ে দাঁড়াচ্ছে। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ফের একবার অসদাচরণের কারণে শাস্তির মুখে পড়লেন জাতীয় দলের এই তরুণ ক্রিকেটার। সদ্যই দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও এবার আরও বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তিনি।
শনিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আউট হয়েও মাঠ না ছাড়ায় হৃদয়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যুক্ত হয়েছে আরও একটি ডিমেরিট পয়েন্ট।
ম্যাচ চলাকালীন ওয়াসি সিদ্দিকীর বলে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট হয়ে তিনি দীর্ঘ সময় উইকেটে দাঁড়িয়ে থাকেন। প্রতিপক্ষ খেলোয়াড়রা উল্লাস শুরু করলেও হৃদয় মাঠ ছাড়তে অনীহা প্রকাশ করেন।
আইসিসির আচরণবিধি অনুযায়ী, আউট হওয়ার পর মাঠে অযথা সময়ক্ষেপণকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়। ফলে আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি হৃদয়কে জরিমানা করেন এবং একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত করেন তার রেকর্ডে।
ডিপিএলের আম্পায়ার্স কমিটির ইনচার্জ এবং টেকনিক্যাল কমিটির সদস্য অভি আবদুল্লাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আম্পায়ারের সঙ্গে হতাশা প্রকাশ এবং ম্যাচ শেষে শুনানিতে হাজির না হওয়ায় হৃদয়কে এই শাস্তি দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, হৃদয়ের আগে থেকেই ৭ ডিমেরিট পয়েন্ট ছিল। নতুন করে একটি যুক্ত হওয়ায় তার ডিমেরিট পয়েন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৮-এ। নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড়ের ৮ থেকে ১১ ডিমেরিট পয়েন্ট হলে তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। ফলে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচসহ আগামী চারটি ম্যাচে তার খেলার সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।
ডিপিএলে হৃদয়ের আগের নিষেধাজ্ঞা নিয়েও কম নাটক হয়নি। এবার ৮ ডিমেরিট পয়েন্টের কারণে চার ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করা হয় কিনা—এটাই এখন দেখার বিষয়।
এসএফ