
মোহাম্মদ সাইফউদ্দিন
আগামী ১ মে তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার আগে আজ (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। দলে তারকা ও প্রতিষ্ঠিত ক্রিকেটারের ছড়াছড়ি।
আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, নাঈম শেখ ও পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও এবাদত হোসেনদের মতো পেসারকে এই সিরিজে ডাকা হয়েছে।
চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) ভালো পারফর্ম করা খেলোয়াড়রাই মুলত সুযোগ পেযেছেন। যদিও এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ ৩০ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান নেই বাংলাদেশ ‘এ’ দলে।
‘এ দলের সিরিজের জন্য তানভীরকে একটু দেখার দরকার আছে, পাকিস্তানে যাওয়ার আগে। আর রাকিবুল থাকবে এইচপিতে। সেখানেও সে কম্পিটিটিভ ক্রিকেট খেলতে পারবে। তার সুযোগ শেষ হয়ে যাচ্ছে না, সে নজরে আছে। আর সাউথ আফ্রিকার ইমার্জিং টিম আসবে, সেখানেও সে খেলবে।’বলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
এছাড়া ডিপিএলে ১৩ ম্যাচে ২৩ উইকেট পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিনও ঘোষিত এই দলে নেই। মূলত টিম কম্বিনেশনের কারণে পেস-অলরাউন্ডারকে রাখা হয়নি বলে জানিয়েছেন লিপু।
মিরাজ /রাজু