ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চান হাবিবুল বাশার সুমন

জাহিদুল আলম জয়

প্রকাশিত: ১৮:১১, ২৪ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম চান হাবিবুল বাশার সুমন

জাতীয় প্রেসক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা’র দ্বিবার্ষিক সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক

ক্রীড়াঙ্গনের ঊর্বরভূমি বলা হয়ে থাকে কুষ্টিয়াকে। সাংস্কৃতিক রাজধানীখ্যাত এ জেলা থেকে যুগে যুগে বিভিন্ন ইভেন্টে তারকা খেলোয়াড় উঠে এসেছে। বর্তমােনে এ ধারায় কিছুটা ভাটা পড়েছে। এজন্য আন্তর্জাতিক মানের খেলার মাঠের অভাবকে দায়ী করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক, বর্তমানে বিবিসির গেম ডেভেলপমেন্টের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও কুষ্টিয়ার কৃতি সন্তান কাজী হাবিবুল বাশার সুমন।

আজ (২৪ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা'র দ্বিবার্ষিক সাধারণ সভা, বিদায় সংবর্ধনা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। 

হাবিবুল বাশার বলেন, ‌কুষ্টিয়া থেকে সবসময় ভাল মানের খেলোয়াড় উঠে এসেছে। ক্রিকেটে আমার পাশাপাশি মোহাম্মদ মিঠুন, আহমেদ কামাল কর্ণেল, এনামুল হক বিজয় এসেছেন। আরও অনেক তরুণ উঠে আসছেন। অন্য ইভেন্টেও কুষ্টিয়ার ক্রীড়াবিদরা তাদের দক্ষতা দেখিয়েছেন। কিন্তু আমার আপসোস, কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই। যে কারণে ছেলে-মেয়েরা তাদের মেধার যথাযথ বিকাশ ঘটাতে পারছেনা। আমি চাই কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হোক। এটা সম্ভব হলে কুষ্টিয়া থেকে আরও আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ উঠে আসবে।

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে কুষ্টিয়া একটি সফলতম জেলা। আন্তর্জাতিক পর্যায়ে এ দেশের সাফল্যের প্রায় প্রতিটি ক্ষেত্রেই অবদান রয়েছে কুষ্টিয়ার ক্রীড়াবিদদের। বাঙালী জাতির অহংকার মহান স্বধীনতা যুদ্ধের আগে ও পরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্বের পর্যায়ে ছিল কুষ্টিয়ার খেলোয়াড়েরা। কিন্তু সেই সময়ের রমরমা অবস্থা বর্তমানে নেই। যেটুকু রয়েছে তা নিতান্তই গুটিকয়েক গুণী মানুষ ও খেলোয়াড়দের ব্যক্তিগত প্রচেষ্টার ফসল।

যুগে যুগে কুষ্টিয়ার ক্রীড়াঙ্গন আলোকিত করে এসেছেন অসংখ্য কৃতী ক্রীড়াবিদ। প্রধান দুই খেলা ক্রিকেট ও ফুটবল ছাড়াও শূটিং, সাঁতার, অ্যাথলেটিক্স, দাবাসহ বিভিন্ন ক্রীড়ায় আলো ছড়িয়েছে এ জেলার ক্রীড়াবিদরা। অবশ্য বর্তমানে সাফল্যের সেই ধারায় বেশ ভাটা পড়েছে। এর মূল কারণ খেলোয়াড়দের প্রয়োজনীয় তত্ত্বাবধানসহ পৃষ্ঠপোষকতার অভাব। 

কুষ্টিয়ার ক্রীড়া কর্মকর্তাদের নিষ্ঠা এবং সততার অভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একসময়ের অন্যতম প্রধান জেলার খেলাধূলার বর্তমানে বেহাল অবস্থা বিরাজ করছে। তবে এতকিছুর মাঝেও এখনো এ জেলার ক্রীড়াঙ্গনে রয়েছে অবারিত সম্ভাবনা। সঠিক দিকনির্দেশনা থাকলে আবারও দেশের ক্রীড়াঙ্গনে চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে কুষ্টিয়ার। এমন মনে করেন সংশ্লিষ্টরা। 

কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকা'র অনুষ্ঠানের প্রধান অতিথি কুষ্টিয়া জেলা সমতি ঢাকার সভাপতি, বিশিষ্ট আবাসন ব্যবসায়ী, এশিউর গ্রুপের চেয়ারম্যান, রিহ্যাবের পরিচালক ও কুষ্টিয়া জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক মো: শেখ সাদীও কুষ্টিয়ায় আন্তর্জাতিক মানের স্টেডিয়ামে প্রয়োজনীয়তা অনূভব করেন। তিনিও এ বিষয়ে উদ্যোগী হওয়ার আগ্রহ প্রকাশ করেন।  

উল্লেখ্য, সাংস্কৃতিক রাজধানী’ খ্যাত কুষ্টিয়া জেলার ক্রীড়ার রয়েছে আলোকিত ইতিহাস। অনেক গুণী ক্রীড়াবিদ এ জেলার নামডাক সুপ্রতিষ্ঠিত করেছেন। এর মধ্যে অন্যতম ক্রিকেটার হাবিবুল বাশার সুমন, আহমেদ কামাল কর্ণেল, ‘বাংলাদেশের ম্যারাডোনা’ খ্যাত ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির, মামুন জোয়াদ্দার, শুটার সাইফুল আলম চৌধুরী রিংকী, আরদিনা ফেরদৌস আঁখি, তৌফিক শাহরিয়ার চন্দন, সাঁতারু রুবেল রানা, সবুরা খাতুন, প্রয়াত অ্যাথলেট শাহ্ আলমসহ আরও অনেকে।

আশিক

×