ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শান্তর ব্যাটে বড় লিডের আশায় বাংলাদেশ

মোঃ মামুন রশীদ

প্রকাশিত: ০০:৫৯, ২৩ এপ্রিল ২০২৫

শান্তর ব্যাটে বড় লিডের আশায় বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর ব্যাটে লড়াইয়ে আছে বাংলাদেশ। আজ সিলেট টেস্টের চতুর্থ দিনেও অধিনায়কের চওড়া ব্যাটের দিকে তাকিয়ে স্বাগতিকরা

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার মিছিলে ইতিবাচক মনোভাবে ব্যাট চালিয়েছেন অভিজ্ঞ মুমিনুল হক আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সে কারণেই সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আরও বড় বিপর্যয় ঘটেনি। দ্বিতীয় ইনিংসে ব্যাটারদের আরও বড় পরীক্ষা। সেই পরীক্ষায় আবারও মুমিনুলের সঙ্গে শান্তর ব্যাটই জিম্বাবুয়ের বোলারদের সঙ্গে লড়েছে। মুমিনুল ৪৭ রানে ফিরে গেলেও অধিনায়ক শান্ত ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকিয়ে অপরাজিত আছেন ৬০ রানে।

বৃষ্টিবিঘ্নিত তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৯৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মাত্র ৪৪ ওভার খেলা হয়েছে মঙ্গলবার। এতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান প্রথম টেস্টে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১১২ রানের। এখন পর্যন্ত অধিনায়ক শান্ত টিকে আছেন বলেই আরও বড় লিডের আশায় আছে বাংলাদেশ। 
টেস্টে কিছুটা রান খরায় ভুগছিলেন বাংলাদেশের অধিনায়ক শান্ত। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে নামার আগে ৬ ইনিংসে তেমন কিছুই করতে পারেননি। তবে এবার প্রথম ইনিংসে রানের দেখা পেয়েছেন। সবার ব্যর্থতার ভিড়ে ভালো ব্যাট করলেও অবশ্য অর্ধশতকের দেখা পাননি। অবশেষে দ্বিতীয় ইনিংসে মহাগুরুত্বপূর্ণ সময়েই ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক পেয়েছেন তিনি। তৃতীয় দিনের শুরুতেই অবশ্য ব্যাট হাতে নামতে হয়েছে তাকে। আগের দিন ১ উইকেটে ৫৭ রান নিয়ে শেষ করে বাংলাদেশ।

সাদমান ইসলাম (৪) দ্রুত ফিরে গেলেও দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া এলোমেলো শট খেলতে থাকা মাহমুদুল হাসান জয় শেষ পর্যন্ত ২৮ রানে টিকে থাকেন। তার সঙ্গে অভিজ্ঞ মুমিনুল ছিলেন ১৫ রানে। তৃতীয় দিনের সকালে বৃষ্টির কারণে খেলা শুরু হয়নি সময়মতো। শেষ পর্যন্ত বেলা ১টায় বল মাঠে গড়িয়েছে। দিনের সপ্তম ওভারেই মাহমুদুল সাজঘরে ফিরেছেন সেই ব্লেসিং মুজারাবানির বাড়তি বাউন্সের পেসে স্লিপে ক্যাচ দিয়ে। তিনি ৬৫ বলে ৬ চারে ৩৩ রান করেন। তখনো বাংলাদেশ ৯ রানে পিছিয়ে। শান্ত উইকেটে এসে মুমিনুলের সঙ্গে যোগ দিয়ে কিছুটা আক্রমণাত্মক মেজাজে শুরু করেন।

ইনিংসের ২৩তম ওভারে রিচার্ড এনগ্রাভাকে ৩টি বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে লিড পাইয়ে দেন শান্ত। মুমিনুল সতর্ক হয়ে খেললেও তিনি জিম্বাবুয়ের পেসারদের আক্রমণ করেই খেলছিলেন। তাদের ৬৫ রানের এই জুটি ভাঙে ভিক্টর নিয়াউচির বাউন্সারে। মুমিনুল ৮৪ বলে ৬ চারে ৪৭ রানে কট বিহাইন্ড হয়ে যান। 
মুমিনুলের বিদায়ে কিছুটা সতর্ক হয়েছেন শান্ত। তবে মুজারাবানির বাউন্সারে বারবারই সমস্যায় পড়ছিলেন। একবার কাঁধে আঘাত পেয়ে তাকে মাঠেই দু’বার শুশ্রƒষা নিতে হয়েছে। সেই ব্যথা নিয়ে তিনি ব্যাট করে গেছেন দিনের  শেষ পর্যন্ত। এদিনও ব্যর্থ হয়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে ৪ রানে সাজঘরে ফেরা এই মিডলঅর্ডারের স্তম্ভ এবার হতাশ করেছেন আবারও ৪ রানেই আউট হয়ে। এবারও আঘাতটা মুজারাবানির। দীর্ঘকায় এই পেসার সিলেটের উইকেটে থাকা বাড়তি বাউন্স কাজে লাগিয়ে বেশ ভুগিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের।

তবে ১৫৫ রানে ৪ উইকেট হারানো স্বাগতিকরা বেশ সতর্ক হয়েই এরপর ব্যাট চালিয়ে গেছেন। শান্তর সঙ্গে দারুণ ব্যাটিং করেন জাকের আলী অনিক। দেখেশুনে খেলে দু’জন অবিচ্ছিন্ন থাকেন পঞ্চম উইকেটে ৩৯ রান যোগ করে। তবে দিনের খেলা আগেভাগে শেষ হয়ে যায় আলোর স্বল্পতায়। মাত্র ৪৪ ওভার খেলা হয়েছে এদিন। কিন্তু বাংলাদেশ ১৩৭ রান যোগ করেছে আরও ৩টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে। ৪ উইকেটে ১৯৪ রান তুলেছে বাংলাদেশ। ১১২ রানে এগিয়ে গেছে। শান্ত ১০৩ বলে ৭ চারে ৬০ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে ব্যাট করছেন জাকের ৬০ বলে ৩ চারে ২১ রান করে।

এই জুটির ওপরই এখন নির্ভর করছে এই টেস্টের গতিপথ কোনদিকে যাবে। চলতি টেস্টে দুর্দান্ত বোলিং করে যাওয়া মুজারাবানি একাই ৩ উইকেট শিকার করেছেন ১৫ ওভারে ৫ মেডেনে ৫১ রান দিয়ে। আরেকটি উইকেট নিয়েছেন নিয়াউচি। অভিজ্ঞ স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা উইকেট নিতে না পারলেও বেশ সমস্যা তৈরি করেছেন শান্তদের জন্য। ৮ ওভারে ৩ মেডেনে মাত্র ১৩ রান দিয়েছেন তিনি।

×