
ছবি: সংগৃহীত
শেষ মুহূর্ত পর্যন্ত দুলেছে ভাগ্যের দোলাচল। পাকিস্তানের বিপক্ষে হেরে কিছুটা দুশ্চিন্তায় পড়লেও নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে অবশেষে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিল বাংলাদেশ।
শনিবার (১৯ এপ্রিল) দিনের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১০.৫ ওভারে থাইল্যান্ডের দেওয়া ১৬৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করেও মাত্র ০.০১ রান রেটের ব্যবধানে ছিটকে যায় বিশ্বকাপের মূলপর্ব থেকে।
লাহোরে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের জয় তুলে নেয় উইন্ডিজ নারী দল। ব্যাট হাতে রীতিমতো ঝড় তোলেন দলটির অধিনায়ক হ্যালি ম্যাথুজ এবং ব্যাটার চিনেল হেনরি। ম্যাথুজ মাত্র ২৯ বলে ৭০ রান করেন—২ ছক্কা ও ১১ চার হাঁকিয়ে। হেনরি ১৭ বলে করেন ৪৮ রান—৫ ছক্কা ও ৩ চারে সাজানো ছিল তাঁর ইনিংস।
তাঁদের বিধ্বংসী ব্যাটিং সত্ত্বেও, ওয়েস্ট ইন্ডিজের নেট রান রেট দাঁড়ায় ০.৬৩, অন্যদিকে বাংলাদেশের রান রেট ০.৬৪। ফলে বাংলাদেশ নারী দলই পেয়ে যায় বিশ্বকাপের মূলপর্বের টিকিট।
এসএফ