
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের টিকিট পেতে জয়ের কোনো বিকল্প নেই—এমন সমীকরণ সামনে রেখে লাহোরে মাঠে নেমেছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি তারা।
শনিবার (১৯ এপ্রিল) লাহোরের সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিগার সুলতানার দল। তবে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১৭৮ রান যোগ করতে পেরেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৭৯ রান।
বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান করেন অলরাউন্ডার রিতু মনি। ৭৬ বল মোকাবেলায় তিনি করেন ৪৮ রান। অপর প্রান্তে ৫৩ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন ফাহিমা খাতুন। এই দুজন ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
পাকিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন সাদিয়া ইকবাল, ৩টি উইকেট তুলে নেন তিনি। এছাড়া ফাতিমা সানা ও ডায়ানা বেগ নেন ২টি করে উইকেট। ১টি করে উইকেট শিকার করেন রামিন শামিম ও নাসরা সান্ধু।
১৭৯ রানের সহজ লক্ষ্য তাড়া করে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে পাকিস্তানের, অন্যদিকে ম্যাচ জিতে বাংলাদেশের সামনে উন্মুক্ত হবে বিশ্বমঞ্চে খেলার দ্বার।
এসএফ