
ছবি সংগৃহীত
নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত সূচনা করেও গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেলেই ২০২৫ সালের নারী বিশ্বকাপে জায়গা করে নিতে পারত টাইগ্রেসরা। কিন্তু চতুর্থ ম্যাচে এসে পরাজয়ের মুখ দেখতে হলো নিগার সুলতানা জ্যোতির দলকে।
এই হারের ফলে বিশ্বকাপ নিশ্চিত করতে হলে এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে বাংলাদেশকে। উল্লেখ্য, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা, সেই ব্যর্থতারই পুনরাবৃত্তি হলো এবার।
টস জিতে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ২২৭
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ৯ বল খেলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সোবহানা মোস্তারি। এরপর ফারজানা হক ও শারমিন আক্তারের ব্যাটে ১০০ রানের জুটি গড়ে ওঠে। ফারজানা ৭৮ বলে ৪৭ রান করে আউট হলেও শারমিন ৫৭ বলে ফিফটি পূর্ণ করেন এবং শেষ পর্যন্ত ৭৯ বলে করেন ৬৭ রান।
তবে মিডল অর্ডারে ব্যর্থ হন দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (৫), স্বর্ণা আক্তার (৬), রিতু মনি (১৫), ফাহিমা খাতুন (৯), ও জান্নাতুল ফেরদৌস (৪)। শেষ দিকে নাহিদা আক্তার ৩৯ বলে ২৫ এবং রাবেয়া খান অপরাজিত ২৩ রান করে দলের সংগ্রহ ৯ উইকেটে ২২৭ পর্যন্ত নিয়ে যান।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলিয়া অ্যালেইন একাই নেন ৪ উইকেট, হেইলি ম্যাথিউস ও অ্যাফি ফ্লেচার নেন দুটি করে এবং চিনেল হেনরি নেন একটি উইকেট।
পয়েন্ট টেবিলের সমীকরণ
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে বাংলাদেশ, তবে শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারলে জ্যোতিরা পড়ে যেতে পারেন জটিল সমীকরণে। ছয় দলের এ বাছাইপর্বে প্রত্যেক দলের সঙ্গে একবার করে খেলে শীর্ষ তিন দল পাবে ২০২৫ বিশ্বকাপে খেলার টিকিট।
সেই লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ দলের জন্য। জয় পেলে নিশ্চিন্তে বিশ্বকাপ নিশ্চিত হবে, আর হারলে তাকিয়ে থাকতে হতে পারে অন্য দলের ফলাফলের দিকে।
বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণে টাইগ্রেসদের সামনে এখন শুধুই এক ফাইনাল ম্যাচের অপেক্ষা।
এসএফ