
ছবিঃ সংগৃহীত
পিএসএলের চলতি মৌসুমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল লাহোর ক্বালান্দার্স। করাচি কিংসের বিপক্ষে ৬৫ রানের বড় জয়ে তুলে নিল তাদের দ্বিতীয় জয়। ব্যাট হাতে ফখর জামান ও ড্যারিল মিচেল এবং বল হাতে রিশাদ হোসেন ও শাহীন আফ্রিদির দুর্দান্ত পারফরম্যান্সে গড়ে উঠে এই জয়।
প্রথমে ব্যাট করে লাহোর তোলে ২০১ রানের বিশাল স্কোর। ইনিংসের মূল ভিত গড়ে দেন ফখর জামান (৪৭ বলে ৭৬) ও ড্যারিল মিচেল (৪১ বলে ৭৫), যাদের মাঝে হয় ১২৫ রানের জুটি। যদিও শুরুতেই কয়েকটি উইকেট হারায় লাহোর, তবে এই জুটিতেই ফিরে আসে ম্যাচে। করাচির পক্ষে হাসান আলি ছিলেন সফল বোলার, ৪ ওভারে ২৮ রানে নিয়েছেন ৪টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে করাচি কিংসের ব্যাটিং লাইনআপ কার্যত ধসে পড়ে। ইনিংসের প্রথম ওভারেই শাহীন আফ্রিদি তুলে নেন ডেভিড ওয়ার্নার ও জেমস ভিন্সকে। এরপর অষ্টম ওভারে আক্রমণে আসেন রিশাদ হোসেন। শুরুতেই নিয়ন্ত্রণ নিয়ে নেন ম্যাচের, নিজের প্রথম ওভারেই ২টি উইকেট তুলে নেন এবং শেষ পর্যন্ত ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন এই লেগস্পিনার। এ নিয়ে তার মোট উইকেট শিকার ২ ইনিংস মিলিয়ে ৬ টি। এবং উইকেট শিকারের তালিকায় শীর্ষে অবস্থান করছে রিশাদ হোসেন।
বল হাতে তিন উইকেট শিকার করা শাহীন আফ্রিদি ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে লাহোর ক্বালান্দার্সের জয় ছিল এক কথায় দাপুটে।
ইমরান