ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

২০১৪-র পর আবার সাদা বলের সিরিজে বাংলাদেশ সফরে ভারত!

প্রকাশিত: ০২:০৯, ১৬ এপ্রিল ২০২৫

২০১৪-র পর আবার সাদা বলের সিরিজে বাংলাদেশ সফরে ভারত!

ছবিঃ সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দল আগামী আগস্টে বাংলাদেশ সফরে আসছে ছয়টি সাদা বলের ম্যাচ খেলতে। এই সফরে তারা তিনটি ওয়ানডে (ODI) ও তিনটি টি-টোয়েন্টি (T20I) ম্যাচ খেলবে। এটি হবে বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ। একইসঙ্গে, এটি ২০১৪ সালের পর বাংলাদেশের মাটিতে ভারতের প্রথম শুধুমাত্র সাদা বলের সিরিজ।

সিরিজের প্রথম দুটি ওয়ানডে এবং শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (পূর্বে যা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে পরিচিত ছিল)।

এই সিরিজটি ২০২৫ সালের টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য ভারতের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিবেচিত হবে। উল্লেখ্য, আগামী এশিয়া কাপের আয়োজক দেশ ভারত।

ইমরান

×