ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

সুপার লিগ নিশ্চিত গাজী গ্রুপ ও রূপগঞ্জের

৬ উইকেট নিয়ে নায়ক শরিফুল

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৪৮, ১১ এপ্রিল ২০২৫

৬ উইকেট নিয়ে নায়ক শরিফুল

পেসার শরিফুল ইসলাম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দশম রাউন্ড শেষ হয়েছে। আগের দিনই সুপার লিগ নিশ্চিত করেছে গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাব। আর বৃহস্পতিবার দশম রাউন্ডের শেষদিনে সুপার লিগ নিশ্চিত করেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও লিজেন্ডস অব রূপগঞ্জ।

এদিন গাজী ১৭০ রানে পারটেক্স  স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে। আর লিজেন্ডস অব রূপগঞ্জ বৃষ্টি আইনে ১০ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। এই হারের ফলে ব্রাদার্স ও পারটেক্স পড়েছে রেলিগেশন শঙ্কায়। শেষ ম্যাচে বিজয়ী দল রেলিগেশন এড়াবে। সেই লড়াইয়ে আছে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবও। তারা এদিন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের কাছে ৫ উইকেটে হেরেছে। 
বিকেএসপির ৪ নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স আগে ব্যাট করে ৫০ ওভারে তোলে ৭ উইকেটে ২৮০ রান। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০ মাস পর গত ম্যাচ থেকে ফেরা নাসির হোসেন ৮৪ বলে ৮ চার, ৩ ছক্কায় ৭৭ এবং আসাদুল্লাহ আল গালিব ৮০ বলে ৫ চার, ১ ছয়ে ৬৫ এবং আরিফুল হক ২৮ বলে ৬ ছক্কায় ৪৮ রান করেন। ফজলে রাব্বি ৩ উইকেট নেন। জবাবে ধানমন্ডি ৪৭.১ ওভারে ৫ উইকেটে ২৮৪ রান তুলে জয় ছিনিয়ে নেয়।

নুরুল হাসান সোহান ৯৫ বলে ৯ চার, ২ ছক্কায় ৯৭ রানে আউট হন। ইয়াসির রাব্বি ৪০ বলে ৫ চার, ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। নুহায়েল সানদীদ ৩ উইকেট নেন। বিকেএসপির ৩ নম্বর মাঠে পারটেক্স নামে রেলিগেশন এড়াতে আর গাজী নামে সুপার লিগ নিশ্চিতে। সেই ম্যাচে গাজী জিতেছে ১৭০ রানে। আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩০২ রান করে গাজী।

এনামুল হক বিজয় ৯০ বলে ৯ চারে ৭৮, সাব্বির হোসেন ৬৫ বলে ২ চার, ২ ছয়ে অপরাজিত ৬৪ ও রুয়েল মিয়া ৫৩ রান করেন। রুবেল মিয়া, তানভীর হোসেন ও ইয়াসিন মুনতাসির ২টি করে উইকেট নেন। জবাবে পারটেক্স ৩১.৫ ওভারে ১৩২ রানে গুটিয়ে যায়। আদিল বিন সিদ্দিক ৮৫ বলে ৭ চারে ৫৩ রানে অপরাজিত থাকেন। রুয়েল, ওয়াসি সিদ্দিকি ও তোফায়েল আহমেদ ২টি করে উইকেট নেন।

মিরপুরে লিজেন্ডস অব রূপগঞ্জ বৃষ্টি আইনে ১০ রানে জিতে সুপার লিগ নিশ্চিত করেছে। হেরে ব্রাদার্স পড়েছে রেলিগেশন শঙ্কায়। আগে ব্যাট করে রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৭৭ রান। সৌম্য সরকার ৭৯ বলে ৮ চার, ২ ছয়ে ৮০ ও মাহমুদুল হাসান জয় ৫৫ বলে ৫ চার, ৩ ছয়ে ৫৯ রান করেন। ৩ উইকেট নেন ইয়াসিন আরাফাত। জবাবে ৪৮.৪ ওভারে ৯ উইকেটে ২৬০ রান করে ব্রাদার্স। মাহফিজুল ইসলাম রবিন ১০৮ বলে ৭ চারে ৭৮, আইচ মোল্লা ৪৭ ও মাইশুকুর রহমান ৪৬ রান করেন। শরিফুল ইসলাম লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার ৫ উইকেট নিয়ে ৪০ রানে ৬টি শিকার করেন।

×