
প্রথমবার গর্বের সাদা জার্সি পরার অপেক্ষায় আগ্রাসী এ ডানহাতি পেসার
জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্টের জন্য আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব।
জায়গা হয়নি অভিজ্ঞ পেসার এবাদত হোসেনের। যদিও বিপিএলের শেষ ভাগে দুর্দান্ত ফর্মে ছিলেন এবাদত এবং জাতীয় দলের অধিনায়ক শান্ত তাকে প্রস্তুত থাকতে বলেছিলেন।
তবে এবাদতের পরিবর্তে দলে তানজিমকে অন্তর্ভুক্তির বিষয়টি ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘তানজিমকে আমরা পেস বোলিং ইউনিটে দেখতে চাই। সাদা বলে সে ইতোমধ্যেই ভালো প্রতিশ্রুতি দেখিয়েছে। তার বলে গতি আছে, উইকেট নেয়ার সামর্থ্য আছে। এসব বিবেচনায় তাকে টেস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
২২ বছর বয়সি আগ্রাসী এ ডানহাতি পেসার ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশের হয়ে ১০ ওয়ানডে ও ১৮টি টি-২০ খেলেছেন। আর ঘরোয়া প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন ১৬টি।
এবাদত প্রসঙ্গে লিপু বলেন, ‘আমরা এখনও এবাদতকে পর্যবেক্ষণে রেখেছি। তার ফিটনেস ট্রেইনার ও ফিজিও বায়েজিদের সঙ্গে সমন্বয় করে তার বর্তমান অবস্থা মূল্যায়ন করা হবে।’
উল্লেখ্য, ইনজুরির কারণে দুই টেস্টের এই সিরিজে অনুপস্থিত থাকছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেয়ায় পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন লিটন দাস।
সিলেটে আগামী ২০ এপ্রিল শুরু প্রথম টেস্ট। ২৮ তারিখ থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট চট্টগ্রামে।
মিরাজ/ ইমরান