
হার্দিক পান্ডিয়া
আইপিএলে শুরুটা ভাল যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ান্সের। চার ম্যাচের তিনটিতেই ব্যর্থ সাবেক চ্যাম্পিয়নরা। সবশেষ লক্ষ্মৌ সুপার জায়ান্টসের ২০৩ রানের জবাবে ১৯১ রান তুলে হার্দিক পান্ডিয়াদের হার ১২ রানে। তবে বল হাতে নতুন কীর্তি গড়েছেন মুম্বাই ক্যাপ্টেন। ৩৬ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ‘অধিনায়ক’ হিসেবে আইপিএলের ইতিহাসে সেরা বোলিংয়ের নতুন রেকর্ড এটি।
পান্ডিয়া ছাড়িয়ে গেছেন শেন ওয়ার্ন, অনিল কুম্বলে জেপি ডুমিনি ও যুবরাজ সিংকে। প্রত্যেকেই অধিনায়ক হিসেবে নিয়েছিলেন ৪টি করে উইকেট। এর মধ্যে কুম্বলে এই স্বাদ পান দুই দফায়। লেগস্পিন গ্রেট কুম্বলে ২০০৯ আইপিএলে জোহানেসবার্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ডেকান চার্জার্সের বিপক্ষে ৪ উইকেট নেন ১৬ রানে। বিস্ময়করভাবে, পরের আসরে মুম্বাইয়ে একই দলের হয়ে একই দলের বিপক্ষে আবারও ১৬ রানেই ৪ উইকেট শিকার করেন তিনি! এতদিন কোনো অধিনায়কের সেরা বোলিং ছিল এই দুটিই।
২০১০ আসরে নাগপুরে ডেকান চার্জার্সের বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক ওয়ার্ন। পরের আসরে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ফিফটির পর হাত ঘুরিয়ে ২৯ রানে ৪ উইকেট নেন তখনকার দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক যুবরাজ। এই দলের অধিনায়ক হিসেবেই ২০১৫ আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ডুমিনির শিকার ছিল ১৭ রানে ৪ উইকেট।
তাদের সবাইকে ছাড়িয়ে এবার নতুন চূড়ায় উঠলেন পান্ডিয়া। ক্লাব ও জাতীয় দলে হয়ে ২৯০ ম্যাচের টি২০ ক্যারিয়ারে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন ৩১ বছর বয়সি পেস বোলিং অলরাউন্ডার।
মিরাজ /রাজু