
ছবি: সংগৃহীত
বুধবার লাহোরে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। মূল মঞ্চে জায়গা করে নিতে অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। তবে মাঠে শুধুমাত্র নিগার সুলতানা জ্যোতিরা খেলবেন না, টুর্নামেন্টের দায়িত্বে থাকবেন আরও দুই বাংলাদেশি। আইসিসির ঘোষিত আম্পায়ার তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল ও সাথিরা জাকির জেসি।
আইসিসি ১০ জনের আম্পায়ার তালিকা প্রকাশ করেছে, যেখানে এই দুই বাংলাদেশি আম্পায়ারের নাম রয়েছে। পাশাপাশি, তিনজন ম্যাচ রেফারির নামও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে আইসিসির কোনো বড় ইভেন্টে প্রথমবারের মতো আম্পায়ারিং করবেন সাথিরা জাকির জেসি। যদিও এর আগে তিনি নারী এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করেছেন। একসময় জাতীয় দলের ক্রিকেটার হিসেবে বাংলাদেশের হয়ে দুইটি ম্যাচও খেলেছিলেন জেসি।
অন্যদিকে, আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিংয়ে অভিজ্ঞ মাসুদুর রহমান মুকুল ইতোমধ্যেই আইসিসির বেশ কিছু বড় ইভেন্ট পরিচালনা করেছেন। তিনি ২০২০ ও ২০২৪ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ পুরুষ বিশ্বকাপে আম্পায়ার ছিলেন। এবার নারী বিশ্বকাপ বাছাই পর্বেও দায়িত্ব পালন করবেন তিনি।
বাছাই পর্ব শুরু হবে ৯ এপ্রিল এবং শেষ হবে ১৯ এপ্রিল। ছয় দলের এই প্রতিযোগিতা থেকে শীর্ষ দুই দল সরাসরি সুযোগ পাবে এ বছর ভারতে অনুষ্ঠিতব্য নারী ওয়ানডে বিশ্বকাপে।
মিরাজ/আবীর