
ছবিঃ কিউইদের জয়ের নায়ক মিচেল হে
হ্যামিল্টনে আজ (বুধবার) ৮৪ রানের জয়ের পথে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ (২-০) নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। মাইকেল ব্রেসওয়েলের দল ৮ উইকেটে ২৯২ রান তোলার পর প্রতিপক্ষকে গুড়িয়ে দেয় ২০৮ রানে। সাত নম্বরে নেমে ৭টি করে চার ও ছক্কায় ৭৮ বলে অপরাজিত ৯৯ রানের দারুণ ইনিংসের পর দুর্দান্ত চার ক্যাচে ম্যাচসেরা হয়েছেন মিচেল হে।
ওয়ানডে ইতিহাসে সাতে নেমে ৯৯ রানের ইনিংস আছে আর কেবল নিউজিল্যান্ডেরই সাবেক কিপার-ব্যাটার ও এখনকার দলের ব্যাটিং কোচ লুক রনকির। ওয়ানডেতে ৯৯ রানে অপরাজিত থাকার ষষ্ঠদশ নজির এটি। সাতে নেমে ৯৯ রানের ইনিংস ছিল ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রনকির।
আগের ম্যাচেই অভিষেকে দ্রুততম হাফ সেঞ্চুরির (২৫ বলে ৫০) রেকর্ড গড়া পাকিস্তানি বংশোদ্ভুত অলরাউন্ডার মুহাম্মদ আব্বাস ছয় নম্বরে নেমে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান।
সিরিজে টিকে থাকার ম্যাচে জবাব দিতে নেমে বেন সিয়ার্স ও জ্যাকব ডাফির পেস-তান্ডবের মুখে রীতিমতো ধ্বংসস্তূপে পরিনত হয় পাকিস্তান। ৩২ রানেই হারায় ৫ উইকেট, ৬৫ রানে ৬।
ধ্বংসস্তূপের মধ্যে নেমে ফাহিম আশরাফ লড়াই করেন। কনকাশন সাব হিসেবে ১১ নম্বরে নেমে ফিফটি করেন নাসিম শাহ। ৪৪ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন ডানহাতি এ পেসার। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে ১১ নম্বর ব্যাটসম্যানের দ্বিতীয় ফিফটি এটি। আগেরটি করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ আমির, ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২৮ বলে ৫৮।
ক্যারিয়ারের প্রথম দুই ওয়ানডেতে উইকেটশূন্য থাকা কিউই পেসার বেন সিয়ার্স (৫/৫৯) তৃতীয় ওয়ানডেতেই পেয়েছেন ফাইফারের স্বাদ।
মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় ও শেষ ম্যাচ শনিবার।
মিরাজ/ইমরান