
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম তারকা তামিম ইকবাল বর্তমানে চিকিৎসাধীন।তামিম ইকবালের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সারাদেশ।
আজ সোমবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে ক্রিকেট খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার হার্টে ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জরুরিভাবে রিং পরিয়ে ব্লক অপসারণ করেন, তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যে প্রাথমিক অবস্থা নিয়ন্ত্রণে আসলেও, তার শারীরিক ঝুঁকি পুরোপুরি কাটেনি।
তামিমের শারীরিক অবস্থা জানিয়ে চিকিৎসক বলেন,"আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি, এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলাধুলায় জয়েন করে।"
"আমাদের অতি প্রিয় তামিম ইকবাল ভাই আজকে সকালবেলায় অসুস্থ হয়েছিলেন। ৯টা সড়েটার দিকে উনি বিএসপিতে একটু অসুস্থ হয়ে পড়েন। ওই অবস্থায় উনাকে এখানে নিয়ে আসা হয়। যখন এখানে নিয়ে আসা হয়, উনার চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে আসলে আমরা চিন্তা করি যে আসলে ঢাকা নিয়ে যাওয়া যাবে কিনা। বিভিন্ন কারণে আসলে ঢাকা নিয়ে যাওয়া যায়নি।"
"পরবর্তীতে উনার অবস্থাটা বেশ ক্রিটিক্যাল হয়ে যায়। এই ক্রিটিক্যাল কন্ডিশনেই আমাদের কাছে আবার আসেন এবং উনার ওই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে যতগুলো চিকিৎসা প্রয়োজন সবকিছু করা হয়েছে। এবং আল্লাহর রহমতে যে কন্ডিশনটা আসলে অনুকূলে আছে এবং উনাকে একটা আমরা বলি যে উনার একটা হার্ট এটাক হয়েছে। এইটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি এবং একটা স্টেন্ করা হয়েছে।"
"আল্লাহর রহমতে সেন্টিংটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্টলি হয়েছে। আমাদের কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ ডক্টর মারুফ উনার এই একটা সেন্টিং করা করেছেন এবং ভেরি এফিশিয়েন্টলি এবং উনার এই ব্লকটা পুরাপুরি চলে গেছে এখন। বাট অবশ্যই আমরা যেমনটা বলছিলাম যে একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল সেন্টিং এর পরেও।"
"এখনো উনি অবজারভেশনে আছেন এবং ক্রিটিক্যাল কন্ডিশনে এখনো কাটেনি। একটু সময় লাগবে। আর আমরা সবাই উনার জন্য প্রাণপণ চেষ্টা করছি এবং আপনারা সবাই দোয়া করবেন আমাদের প্রিয় তামিম ভাই যেন আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসে এবং আবার খেলায় জয়েন করেন। আমাদের কোনো সময় ক্ষেপণ হয়নি। যেখানে যতটুকুন করার প্রয়োজন ছিল, আল্লাহর রহমতে আমরা করতে পেরেছি। আমরা হোপফুল যে উনি আসলে ভালো হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসবে। আপনারা সবাই দোয়া করবেন।"
তামিম ইকবালের সুস্থতার জন্য চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার অবস্থা এখনো সংকটজনক হলেও, চিকিৎসকরা আশাবাদী যে শীঘ্রই তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছেন, এবং আশা করছেন তিনি আবারও মাঠে ফিরে আসবেন।
আফরোজা