
ছবি: সংগৃহীত
বর্তমানে সাভারের কেপিজি স্পেশালিস্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার তামিম ইকবাল। আজ সকালে ঢাকা প্রিমিয়ার লীগে ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। বিকেএসপিতে খেলছিলেন তামিম, সেখান থেকে দ্রুত তাকে ফজিলাতুন্নেসা হাসপাতালে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর, তার এনজিওগ্রাম করা হয়, যেখানে দেখা যায় তার হৃদপিণ্ডে একটি ব্লক রয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনার ব্যবস্থা করা হয় এবং হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছিল। তবে, পরিস্থিতি আরও খারাপ হওয়ায়, তাকে আবার ফজিলাতুন্নেসা হাসপাতালে ফিরিয়ে নিয়ে আসা হয়। সেখানে তার হার্টে ব্লক পাওয়া যাওয়ার পর চিকিৎসকরা তাকে একটি রিং পড়ান।
চিকিৎসক রাজিব হাসান জানিয়েছেন, বর্তমানে তামিম ইকবালের অবস্থা স্থিতিশীল এবং তিনি স্টেবল অবস্থায় আছেন। তাকে ২৪ ঘণ্টার বিশ্রামে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ২৪ ঘণ্টা পর তার অবস্থার উন্নতি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে— তাকে ঢাকায় নিয়ে যাওয়া হবে কিনা বা অন্য কোনো হাসপাতালে রেফার করা হবে কিনা, তা তখন নির্ধারণ করা হবে।
তামিম ইকবালের অসুস্থতার খবর শুনে বিসিবি কর্মকর্তাসহ অনেকেই হাসপাতালে ছুটে আসেন। আজ সকালে বিসিবি প্রেসিডেন্টও তাকে দেখতে এসেছিলেন, এবং বোর্ডের মিটিংও বাতিল করা হয়। তামিমের সতীর্থরা, যারা মাঠে ছিলেন, খেলা শেষ করে হাসপাতালে চলে আসেন। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ এবং মিরাজসহ অন্য ক্রিকেটাররা একে একে হাসপাতালে আসেন।
চিকিৎসকরা তামিমকে পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন এবং বারবার বলা হচ্ছে যাতে তাকে কোনোভাবে বিরক্ত না করা হয়। তবে চিকিৎসকদের মতে, তামিমের অবস্থা বর্তমানে অনেকটাই ভালো এবং তিনি শিগগিরই পরবর্তী চিকিৎসার জন্য রেফার বা অন্য কোনো ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=X7VN-Pvg0P8
আবীর