ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১

তামিম ইকবালের অবস্থা: ম্যাচ রেফারি দেবব্রত পাল শেয়ার করলেন ভয়াবহ পরিস্থিতি

প্রকাশিত: ১৬:০০, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৬:০০, ২৪ মার্চ ২০২৫

তামিম ইকবালের অবস্থা: ম্যাচ রেফারি দেবব্রত পাল শেয়ার করলেন ভয়াবহ পরিস্থিতি

ছবি: সংগৃহীত

বিশ্বক্রিকেটের পরিচিত মুখ, বাংলাদেশের সাবেক ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আজ ভয়াবহ এক শারীরিক সমস্যায় আক্রান্ত হন। আজকের ম্যাচের পর, বিকেএসপির ম্যাচ রেফারি দেবব্রত পাল তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি শেয়ার করেছেন।

তিনি বলেন, “সকালে আমরা দুই ক্যাপ্টেনের সঙ্গে একসাথে টস করি এবং এরপর তামিমের সঙ্গে প্রায় তিন থেকে চার মিনিট কথা হয়। এর পরেই, আমি রুমে চলে যাই, কিন্তু কিছু সময় পরই টিম ফিজিও এনাম ফোন করে জানান, তামিম বুকে প্রচণ্ড যন্ত্রণা অনুভব করছে এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়া হচ্ছে। মাঠে উপস্থিত এম্বুলেন্স এবং সম্ভবত তামিমের প্রাইভেট কারও সাহায্যে তামিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

তিনি আরও জানান, “তামিমের চিকিৎসার জন্য আমরা বিকেএসপির ডাক্তার এবং ট্রেইনারদের সাথে যোগাযোগ করি। তারা অসাধারণ দায়িত্ব পালন করেছেন। হাসপাতালে এসে তার ইসিজি রিপোর্ট নেয়া হয়, যা বেশিরভাগ ভালো ছিল, তবে এক রিপোর্টের ব্যাখ্যা করা যায়নি। তামিম নিজে জানিয়েছিল যে সে এখন ভালো অনুভব করছে।”

“এরপর হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, তবে সে সময় তামিম অচেতন ছিলেন এবং মুখ দিয়ে ফেনা পড়তে থাকে। হাসপাতালে নেয়ার পথে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর পরও তার অবস্থা খুব সংকটজনক ছিল এবং লাইফ সাপোর্ট দেয়া হয়েছিল। এখন তার পাশে তার স্ত্রী রয়েছেন এবং তারা কথা বলছেন,” দেবব্রত পাল বলেন।

এ ঘটনায় তামিমের শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে এবং সমর্থকরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=wAkXxm2VWJI

আবীর

×