ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৬ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

যে কারণে তামিমের জীবন রক্ষা পেয়েছে জানালেন বিকেএসপির চিফ কোচ

প্রকাশিত: ১৫:৩২, ২৪ মার্চ ২০২৫; আপডেট: ১৫:৩৪, ২৪ মার্চ ২০২৫

যে কারণে তামিমের জীবন রক্ষা পেয়েছে জানালেন বিকেএসপির চিফ কোচ

ছবি: সংগৃহীত

বিকেএসপির চিফ কোচ আজ তামিম ইকবালের শারীরিক অবস্থার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি জানান, "আজকে তামিমকে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম। প্রথমে তামিম হাসপাতালে ভর্তি হন এবং তার অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তাররা তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিয়ে যাওয়ার পরামর্শ দেন, কিন্তু তামিম নিজের ইচ্ছায় বলেছিলেন, 'আমি এখানে চিকিৎসা করব না, আমি চলে যাব।' এরপর তিনি বিকেএসপিতে আসেন।"

চিফ কোচ আরও জানান, "তামিমের অবস্থাটা তখন এতই খারাপ ছিল যে, তার পালস ছিল না। কিন্তু সেসময় আমাদের সাথে ম্যাচ রেফারি দেবু, ড. সামি, এবং এখানকার একজন স্থানীয় ডাক্তার ছিলেন। তাদের সঠিক সিদ্ধান্তের কারণে তামিমের জীবন রক্ষা পেয়েছে। আমি আশাবাদী, তামিম আমাদের মাঝে ফিরে আসবে।"

এছাড়াও, তিনি তামিমের পরিবারের সদস্যদের উপস্থিতির কথা উল্লেখ করেন। "তামিমের পরিবার আসছে। তার স্ত্রী, মা, এবং আরও একজন ভদ্রলোক আসছেন। আমি তাদের সবাইয়ের সঙ্গে কথা বলেছি। নাফিজও এখানে আছে, তার আম্মাও আমাদের সঙ্গে আছেন। বিসিবি থেকেও সুজন ভাই এবং ফাহিম স্যার আসছেন। এছাড়াও ডাঃ দেবাশিষ এবং মিডিয়া ম্যানেজার ইমাম এখানে রয়েছেন। আমরা বিকেএসপির পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি।"

এসময়, বিকেএসপির নিজস্ব চিকিৎসক, ফিজিও এবং অন্যান্য ডাক্তাররা তামিমের চিকিৎসায় সহযোগিতা করেছেন এবং এয়ার এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পাশাপাশি, ডি.জি. মহোদয়ও তামিমের চিকিৎসার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

বিকেএসপির চিফ কোচ ও অন্যান্য সংশ্লিষ্টদের আপ্রাণ চেষ্টা এবং সঠিক চিকিৎসার কারণে তামিম ইকবালের অবস্থার উন্নতি আশা করা হচ্ছে।

আবীর

×