ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১

হায়দরাবাদ-রাজস্থান ম্যাচে রেকর্ডের বন্যা

ইশান হয়ে উড়লেন কিষান

প্রকাশিত: ২১:২৪, ২৩ মার্চ ২০২৫

ইশান হয়ে উড়লেন কিষান

আইপিএলে প্রথম সেঞ্চুরির আনন্দ ক্রেজী এ উইকেটরক্ষক-ব্যাটারের

হিন্দু ধর্মে উত্তর দিকে সুখ এবং পূর্ব দিকে জ্ঞান। ঈশান হলো এই দুই-য়ের মিলন। আইপিএলে পাওয়া বহু আরাধ্য প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ইশান কিষান। আর ক্রেজী এ উইকেটরক্ষক-ব্যাটারের ১১ চার ও ৬ ছক্কায় মাত্র ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের বিধ্বংসী ইনিংসে ৬ উইকেটে ২৮৬ রান তুল তার নতুন দল সানরাইজার্স হায়দরাবাদ। 

এরপর প্রতিপক্ষ রাজস্থান র‌্য়্যালসকে ২৪২/৬- এ থামিয়ে জিতল ৪৪ রানে।

আগের সাত মৌসুমে মুম্বাইয়ের হয়ে খেলা কিষানকে গত নভেম্বরের মেগা নিলাম থেকে দলে টানে হায়দরাবাদ। আইপিএলে নিজের ১০৬তম ম্যাচে এসে সেঞ্চুরির উষ্ণ ছোঁয়া পেলেন কিষান। টুর্নামেন্টে আড়াই হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যানের ফিফটি আছে ১৭টি।  

৯ চার ও ৩ ছক্কায় ট্রাভিস হেড করেছেন ৩১ বলে ৬৭ রান। কিষান-হেডের তান্ডবে ৪ ওভারে ৭৬ রান দিয়ে কোন উইকেট পাননি জোফরা আর্চার। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড এখন এই ইংলিশ পেসারের। গত আসরে গুজরাট টাইটান্সের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত শর্মা। 

উপলের এ ম্যাচে আজ (রবিবার) বয়ে গেছে রেকর্ডের বন্যা-

আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ 

২৮৭/৩ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (২০২৪)
২৮৬/৬ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস (২০২৫)
২৭৭/৩ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স (২০২৩)

আইপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে স্পেল 

৭৬/০ - জফরা আর্চার, প্রতিপক্ষ হায়দরাবাদ (২০২৫) 
৭৩/০ - মোহিত শর্মা, প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস (২০২৪) 
৭০/০ - বাসিল থাম্পি প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু (২০১৮)

আইপিএলে পাওয়ারপ্লেতে সবচেয়ে বেশি চার 

১৫ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান (২০২৫)
১৩ - দিল্লি ক্যাপিটালস, প্রতিপক্ষ পাঞ্জাব (২০২২) 
১৩ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ লখনৌ (২০২৪) 

১০ ওভারে রাজস্থানের বিপক্ষে সর্বোচ্চ সংগ্রহ 

১৩৫/২ - সানরাইজার্স হায়দরাবাদ (২০২৫)
১২০/৪ - মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৪) 
১১৬/২ - কলকাতা নাইট রাইডার্স (২০২২) 

আইপিএলের এক ইনিংসে সবচেয়ে বেশি বাউন্ডারি 

৪৬ - সানরাইজার্স হায়দরাবাদ, প্রতিপক্ষ রাজস্থান (২০২৫)
৪২ - রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, প্রতিপক্ষ পুনে ওয়ারিয়র্স (২০১৩) 
৪১ - লখনৌ সুপার জায়ান্টস, প্রতিপক্ষ পাঞ্জাব কিংস (২০২৩) 

 

মিরাজ/রাজু

×