ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

উঠে গেল নিষেধাজ্ঞা

বোলিংয়ে আর বাধা নেই সাকিবের

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০০:৩০, ২১ মার্চ ২০২৫

বোলিংয়ে আর বাধা নেই সাকিবের

সাকিব আল হাসান

অবশেষে ভালো সংবাদ পেয়েছেন সাকিব আল হাসান। গত বছর কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে বোলিং অ্যাকশনের ত্রুটি ধরা পড়ে তার। সেই ত্রুটির জন্য সব ধরনের ক্রিকেটে সব পর্যায়ে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছিলেন। কিন্তু এবার তৃতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি। গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ^বিদ্যালয়ের ল্যাবে দেওয়া পরীক্ষায় ২২টি ডেলিভারি দেন সাকিব।

যার বেশিরভাগই নিখুঁত থাকায় পাস করেছেন তিনি। ফলাফলটা বুধবার জানতে পেরেছেন। তাই এখন আর যেকোনো পর্যায়ে বোলিং করতে কোনো সমস্যা নেই তার। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সেই বিবৃতিতে অবশ্য বলা হয়েছে সাকিব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাৎক্ষণিকভাবে কাউন্টি ক্রিকেট প্রতিযোগিতায় ও আসন্ন দ্য হানড্রেড আসরে বোলিং করাতে তার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। 
গত বছর সারে কাউন্টির হয়ে প্রথম শ্রেণির ইংলিশ কাউন্টি ক্রিকেটে একটি চারদিনের ম্যাচ খেলেন সাকিব। সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তিনি। দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট লাভ করেন এ বাঁহাতি। সেখানেই তার বোলিং নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা।

এরপর কাউন্টিতে তার বোলিংয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিছুদিনের মধ্যেই বার্মিংহ্যামের লাফবরো বিশ^বিদ্যালয়ের ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন সাকিব। এরপর আইসিসি সব ধরণের ক্রিকেটে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে নিজের বোলিং নিয়ে কিছু কাজ করে গত বছর ২১ ডিসেম্বর চেন্নাইয়ের একটি ল্যাবে পরীক্ষা দিয়েছেন তিনি দ্বিতীয় দফা। সেই পরীক্ষাতেও কৃতকার্য হতে পারেননি সাকিব। ফলে নিষিদ্ধই থাকেন বোলিংয়ে।

আরেকবার পরীক্ষা দেওয়ার জন্য তাই বেশ অপেক্ষা করেছেন এ বাঁহাতি অলরাউন্ডার। গত ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডে আসেন তিনি। সারে কাউন্টির হয়ে অনুশীলন করেন। অনুশীলনে সার্বিক সুযোগ-সুবিধা পেয়েছেন সাকিব। বিশেষজ্ঞ কোচের অধীনে বোলিং নিয়ে কাজ করেছেন, পর্যাপ্ত সুবিধার জিমনেসিয়াম ব্যবহার করতে পেরেছেন। সারের উদ্দেশ্য এই মুহূর্তে বাংলাদেশ দলে রাজনৈতিক কারণে যেহেতু খেলতে পারছেন না সাকিব, তাই তাকে আসন্ন মৌসুমের পুরো সময়টাতেই চাইছে দলটি।

সে কারণে সারে কাউন্টি ক্লাবের সহায়তায় প্রায় ১০ দিন সাকিব ব্যাটিং-বোলিং অনুশীলন করেছেন ৪ ঘণ্টা করে। এবার সেই পরিশ্রমেরই সুফল পেয়েছেন সাকিব। ৯ মার্চ লাফবরোর ল্যাবে দেওয়া পরীক্ষায় সবমিলিয়ে ২২টি ডেলিভারি দিয়েছেন বিভিন্ন ভঙ্গিমায়। গুটি কয়েক ডেলিভারিতে কিছু সমস্যা থাকলেও সেটিকে উপেক্ষা করে সাকিবকে পাস দিয়েছে তারা।

বিসিবি তাই বিবৃতিতে এ বিষয়টি জানিয়ে লিখেছে,‘গত ৯ মার্চ ইংল্যান্ডের লাফবরো বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। সর্বশেষ মূল্যায়নের ফলাফল অনুসারে, সাকিব তার বোলিং অ্যাকশন সংশোধন করেছেন। এর ফলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) তাদের প্রতিযোগিতামূলক সব 
কাউন্টি ক্রিকেট এবং দ্যা হান্ড্রেড থেকে সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। ইসিবি শীঘ্রই নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি বিস্তারিত মিডিয়া বিজ্ঞপ্তি আকারে জানাবে।’

×