
বিপাকে ইমরান ভক্ত আমের জামাল
রাজনৈতিক মামলায় এখন কারাভোগ করছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এর প্রতিবাদ করতে গিয়েই এবার শাস্তি পেতে হলো আমের জামালকে। ইমরান খানের কয়েদি নম্বর ‘৮০৪ ’। প্রতিবাদের ভাষা হিসেবে তাঁর কয়েদি নম্বর ব্যবহার করেছেন এ অলরাউন্ডার। এ কারণে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে পিসিবি।
জিও নিউজের খবর, জামালকে ১৪ লাখ রুপি জরিমানা করেছে পিসিবি। জামালকে শাস্তির কারণ হিসেবে তারা জানায়, ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তান-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের সময় মুলতানে ‘৮০৪’ লেখা টুপি পরেছিলেন তিনি। আর ওই টুপি পরেই মাঠে সম্প্রচার ক্যামেরার সামনে কথা বলেন এই পেসার। যাকে বোর্ডের ‘নিরপেক্ষতা নীতির’ লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে পিসিবি।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান কারাগারে আছেন ২০২৩ সালের মে মাস থেকে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে তাকে একটি দুর্নীতি মামলায় ১৪ বছরের সাজা দেওয়া হয়। এর বাইরেও তার নামে রয়েছে অসংখ্য মামলা। এদিকে, ইমরানের কয়েদি নম্বরটি তার রাজনৈতিক দল পিটিআই কিংবা সমর্থকদের কাছে বেশ জনপ্রিয়। ফলে তারা ‘৮০৪’ নম্বরটি নিজেদের গান, ভিডিও, পোশাক-পরিচ্ছদসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকেন।
মিরাজ /রাজু