ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে’

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ০১:৪৮, ১৩ মার্চ ২০২৫

পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে’

অধিনায়ক শহীদ আফ্রিদি

দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পাওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে পাকিস্তান জুড়ে ছিল উৎসবের আমেজ। সংস্কারের পর নতুন চেহারা দেওয়া হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। অপর দুই ভেন্যু করাচি আর রাওয়ালপিন্ডিও সাজানো হয় বাহারি সাজে। কিন্তু মাঠের ক্রিকেটে হতাশ করে মোহাম্মদ রিজওয়ানের দল। ‘ডিফেন্ডং’ চ্যাম্পিয়ন হয়েও আট দলের আসর তারা শেষ করে আট নম্বরে থেকে।

নিউজিল্যান্ড ও ভারতের কাছে পর্যুদস্ত হয়ে বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। পরিত্যক্ত হয় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ। বোর্ডের (পিসিবি) কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছেন, পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে।
ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আসন্ন নিউজিল্যান্ড সফরের দলে ব্যাপক পরিবর্তন এনেছে পিসিবি। বাদ পড়েছেন বাবর আজম, শাহীন শাহ আফ্রিদির মতো খেলোয়াড়। সহ-অধিনায়ক করে ফেরানো হয়েছে শাদাব খানকে, অধিনায়ক সালমান আগা। আফ্রিদি বলেন,‘কিসের ভিত্তিতে শাদাব খানকে দলে ফেরানো হয়েছে? ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স কী? অন্য কোনো কারণে তাকে দলে ফিরিয়ে আনা হলো?

সব সময়ই আমরা প্রস্তুতির কথা বলে থাকি; কিন্তু যখন একটি ইভেন্ট আসে এবং আমরা ফ্লপ হই, তখন বলা হয় অস্ত্রোপচারের কথা। ফ্যাক্ট হলো, পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে রয়েছে। সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণেই মূলত আইসিইউতে পৌঁছে গেছে।’ বুমবুম খ্যাত সাবেক সুপারস্টার অলরাউন্ডার আফ্রিদি মূলত পাকিস্তানের পুরো ক্রিকেট ব্যবস্থারই সমালোচনা করেছেন। পিসিবিকেই লক্ষ্যবস্তু করেছেন তিনি,‘এখানে শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতি সেই একই থাকে।’
নিউজিল্যান্ড সফরে পাঁচ টি২০ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আগার পাকিস্তান। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডে রবিবার।

×