
সেলফিতে সাবেক তারকা ক্রিকেটারদের একাংশ
এশিয়ান লিজেন্ডস লিগে খেলতে গিয়েছিল মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন বাংলাদেশ টাইগার্স। তবে ভারতে গেলেও ম্যাচ খেলা হয়নি দলটির। বিসিসিআই ও আইসিসির অনুমোদন না থাকা এবং বিসিবির ছাড়পত্র না পাওয়ায় কোনও ম্যাচ না খেলেই দলটিকে দেশে ফিরে আসতে হয়েছে।
ফেরার কারণ হিসেবে জানা গেছে, এশিয়ান লিজেন্ডস লিগ নামের এই টুর্নামেন্ট ইন্ট্যারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনুমোদিত নয়। তাই দলকে ফিরে আসার নির্দেশ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্তার বরাত দিয়ে একটি গনমাধ্যম জানিয়েছে, বিষয়টি নিয়ে আগে থেকেই ধোঁয়াশার মধ্যে ছিল বিসিবি এবং আশরাফুলদের ব্যক্তিগত ভাবে সেটি জানানোও হয়েছিল। শেষ পর্যন্ত শঙ্কাটাই সত্যি হয়েছে!
কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া তামিম ইকবালেরও এই দলের হয়ে খেলার কথা ছিল। অন্যদিকে, এশিয়ান স্টারসের হয়ে খেলার চুক্তি করলেও শেষ পর্যন্ত ভারতে যাননি সাকিব আল হাসান।
এশিয়ার শীর্ষ পাঁচ দেশের ক্রিকেটারদের নিয়ে আয়োজিত হওয়ার কথা ছিল এশিয়ান লিজেন্ডস লিগের এবারের আসর। তবে বাংলাদেশ না খেললেও বাকি চার দল নিয়ে টুর্নামেন্ট চলছে।
মিরাজ/আফরোজা