
ছবি: সংগৃহীত
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ট্রফি উপস্থাপনা অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রতিনিধির অনুপস্থিতিতে অবাক ও হতাশ হয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে রেকর্ড তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে নেয়। তবে পাকিস্তান এই টুর্নামেন্টের স্বাগতিক হওয়া সত্ত্বেও ট্রফি উপস্থাপনা মঞ্চে তাদের কোনো প্রতিনিধি দেখা যায়নি।
রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি এই টুর্নামেন্টের জন্য হাইব্রিড মডেল গ্রহণ করে। ভারতের সব ম্যাচ অনুষ্ঠিত হয় দুবাইতে, যার মধ্যে ফাইনালও ছিল। ভারতের ফাইনালে ওঠার পর লাহোরকে ফাইনালের ভেন্যু থেকে বাদ দেওয়া হয়।
শোয়েব আখতার তার হতাশা প্রকাশ করে বলেন, "ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো — উপস্থাপনা অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো প্রতিনিধি ছিল না। আমরা টুর্নামেন্টের আয়োজক হয়েও আমাদের কাউকে সেখানে দেখতে পেলাম না। এটা আমার কাছে বিস্ময়কর। এটা ছিল বিশ্ব মঞ্চ, আমাদের সেখানে থাকা উচিত ছিল। কিন্তু দুঃখজনকভাবে কোনো পিসিবি সদস্যকে আমি দেখতে পাইনি। এটা সত্যিই হতাশাজনক," — আখতার তার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে বলেন।
ট্রফি উপস্থাপনায় বিসিসিআই সভাপতি রজার বিনি ভারতীয় খেলোয়াড়দের জন্য সাদা জ্যাকেট ও ম্যাচ অফিসিয়ালদের মেডেল দেন। আইসিসি চেয়ারম্যান জয় শাহ রোহিত শর্মার হাতে চ্যাম্পিয়ন্স ট্রফি তুলে দেন এবং ভারতীয় খেলোয়াড়দের মেডেল প্রদান করেন।
তথ্যসূত্র: https://www.hindustantimes.com/cricket/shoaib-akhtar-flabbergasted-at-no-representation-from-pcb-at-champions-trophy-final-presentation-it-was-world-stage-101741569448559.html
আবীর