ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৬ মার্চ ২০২৫, ২১ ফাল্গুন ১৪৩১

ভারত কোন অযাচিত সুবিধা পাচ্ছে না: গম্ভীর

প্রকাশিত: ১২:২৪, ৫ মার্চ ২০২৫

ভারত কোন অযাচিত সুবিধা পাচ্ছে না: গম্ভীর

ছবি: সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারানোর পর ভারতের কোচ গৌতম গম্ভীর তার দলের জন্য 'অযাচিত সুবিধা' থাকার অভিযোগ অস্বীকার করেছেন। ভারতের পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড।

গম্ভীর অভিযোগ অস্বীকার করে বলেন, "দুবাই একটি নিরপেক্ষ ভেন্যু এবং এখানে খেলা ভারতের জন্য কোন বাড়তি সুবিধা সৃষ্টি করেনি।"

তিনি আরও জানান, "ভারত কোন পরিকল্পনা নিয়ে দুবাইয়ে খেলা শুরু করেনি, এবং তাদের দলকে উপমহাদেশীয় কন্ডিশনের জন্য উপযুক্ত স্পিনার বেছে নেওয়া হয়েছিল।"

গম্ভীর আরও বলেন, "ভারত দুবাইয়ে কোনও প্রাকটিসও করেনি।"

অবশ্য, গম্ভীরের এই মন্তব্যটি এসেছিল একটি সাইনবোর্ডের নিচে, যেখানে লেখা ছিল "আইসিস চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ — পাকিস্তান", যা মূলত প্রতিযোগিতার প্রথম হোস্ট ছিল। অন্যান্য দলের ভ্রমণ ও সময়সূচির অসুবিধা সত্ত্বেও ভারত দুবাইয়ে তাদের চারটি ম্যাচে অপরাজিত রয়েছে।

অস্ট্রেলিয়ার আলেক্স ক্যারি মনে করেন, একই ভেন্যুতে বার বার খেলার ফলে খেলার গতি বোঝা সহজ হয়, তবে তিনি ভারতের ধারাবাহিকতার প্রশংসা করেন, বিশেষ করে বিরাট কোহলির পারফরম্যান্স।

তথ্যসূত্র: https://www.foxsports.com.au/cricket/cricket-australia-vs-india-champions-trophy-2025-semi-final-result-score-gautam-gambhir-unloads-over-dubai-advantage-claims/news-story/de53376d3630c1f97527513db45c6868

আবীর

×