ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

মিরাজকে সহ-অধিনায়ক করে রাত ১ টায় দেশ ছাড়ছে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:০৭, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

মিরাজকে সহ-অধিনায়ক করে রাত ১ টায় দেশ ছাড়ছে টাইগাররা


আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজ রাত ১টায় দুবাইগামী বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। অনেক আগেই নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ জনের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আজ সন্ধ্যায় অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজকে করা হয়েছে সহ-অধিনায়ক। সোমবার পাকিস্তান শাহীন্স নামের পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের টুর্নামেন্টের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 

চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে থাকা ফাস্ট বোলার নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমনের এটাই প্রথম কোনো আইসিসি ইভেন্টে অংশগ্রহণ হতে যাচ্ছে। এই দলটিতে নেই অভিজ্ঞ বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। সবমিলিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যদিও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছেন, তা বাস্তব করাটা বেশ চ্যালেঞ্জিং হবে। 

সর্বশেষ ২০১৭ সালে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেবার সেমিফাইনাল খেলে বাংলাদেশ। সেই আসরের অনেকেই এবার নেই। ৬ জন খেলেছেন সেবার। তাই এবারই প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন বাংলাদেশের স্কোয়াডের ৯ জন।

এবার ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ওপরে ওঠা বড় চ্যালেঞ্জ তাই টাইগারদের জন্য। শুক্রবারই দুবাইয়ে পৌঁছার কথা বাংলাদেশ দলের। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের বর্তমান অবস্থাটা যাচাই করতে পারবেন শান্তরা। 

২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবার যেতে হবে পাকিস্তানে। মাঝে ৩ দিন সময় থাকবে যার মধ্যে দু’দিন অনুশীলনের সুযোগ থাকবে রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে নামার আগে। ৮ বছর আগে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি আসরে এই নিউজিল্যান্ডকেই হারিয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ দল। 

এবার দলে ওপেনিং পজিশনের জন্য উদীয়মান তরুন পারভেজ হোসেন ইমন আছেন। ৭ টি২০ খেলেছেন তিনি বাংলাদেশের হয়ে এবং মূলত এই ফরম্যাটেই নিজেকে কিছুটা প্রমাণ ও করতে পেরেছেন। ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। এছাড়া মাত্র ৩ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে এই প্রথম আইসিসির কোনো বড় ইভেন্টে নামছেন গতিময় পেসার নাহিদ। 

এ দুই তরুণের সঙ্গে তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেনের প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি সবমিলিয়ে ৯ জনের। অধিনায়ক শান্ত ও নাসুম আহমেদেও প্রথমবার এই আসরে খেলবেন। অভিজ্ঞ মিরাজ সহ-অধিনায়ক হিসেবে থাকছেন এই আসরে। 

অনুশীলনের সুবিধার্থে দলের সঙ্গে যাচ্ছেন পেস বোলিংয়ে দুই দুর্দান্ত পারফর্মার হাসান ও খালেদ। দু’জন অবশ্য শনিবার যাবেন দুবাইয়ে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগেই আবার দেশে ফিরে আসবেন তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে পিন্ডিতে দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের ২৪ ফেব্রুয়ারি। একই মাঠে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ।

মামুন/সাজিদ

×