ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আইসিসির মাসসেরা ক্রিকেটার

যেভাবে বরুনকে ধরাশায়ী করলেন ওয়ারিক্যান

স্পোর্টস রিপোর্টার

প্রকাশিত: ২১:১০, ১১ ফেব্রুয়ারি ২০২৫

যেভাবে বরুনকে ধরাশায়ী করলেন ওয়ারিক্যান

ক্যারিয়ারে প্রথবার মাসসেরা উইন্ডিজ স্পিানার

সেরার দৌড়ে বরুন চক্রবর্তী ও নুমান আলির মতো উপমহাদেশের দুই তারকাকে ধরাশায়ী করলেন জোমেল ওয়ারিক্যান। ক্যারিয়ারে প্রথমবার ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’স্বীকৃতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই স্পিনার। আর জানুয়ারির সেরা নারী ক্রিকেটারের পুরুস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি।

গত মাসে পাকিস্তান সফরে দুর্দান্ত পারফর্ম করেন ওয়ারিক্যান। দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে হন সিরিজের সেরা খেলোয়াড়। 

মুলতানে স্পিন সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৩টির পর দ্বিতীয় ইনিংসে স্রেফ ৩২ রানে ৭ উইকেট নেন তিনি। কিন্তু ম‍্যাচে হেরে যায় তার দল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে বাঁহাতি স্পিনে প্রথম ইনিংসে ৪৩ রানে নেন ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২৭ রানে ৫টি। 

পাকিস্তানের মাটিতে ৩৪ বছরেরও বেশি সময় পর পায় টেস্ট জয়ের স্বাদ। একই সিরিজে পাকিস্তানের হয়ে ১৬ উইকেট নিয়েছিলেন স্পিনার নুমান আলি।

জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ১৪ উইকেট নিয়ে সেরার দৌড়ে ছিলেন স্পিনার বরুন চক্রবর্তীও। এর মধ্যে প্রথম চার ম্যাচেই নেন ১২ উইকেট। ভারত সিরিজ জেতে ৪-১ ব্যবধানে।

মিরাজ/আফরোজা

×